Mumbai Bus Sword Attack

‘কাকা আমাকে চোর বলল কেন?’ তরোয়াল হাতে বাস আক্রমণ কিশোরের, আতঙ্কে ছুট পথচারীদের

১৬ বছরের কিশোর মুম্বইয়ের রাস্তায় আচমকা তরোয়াল নিয়ে একটি বাসে হামলা চালায়। তরোয়ালের আঘাতে ভেঙে যায় বাসের সামনের কাচ। ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ১৪:৩১
Share:
Boy detained in Mumbai after vandalizing bus with sword

কিশোরের তরোয়ালের আঘাতে বাসের সামনের দিকের কাচ ভেঙে গিয়েছে। ছবি: এক্স।

মুম্বইয়ের রাস্তায় আতঙ্ক। তরোয়াল হাতে নিয়ে তাণ্ডব চালাল ১৬ বছরের কিশোর। একটি সরকারি বাস ভাঙচুর করে সে। ভেঙে দেয় পাশে দাঁড়িয়ে থাকা একটি অটো এবং জলের ট্যাঙ্কার। অভিযোগ, মোট ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে কিশোরের আক্রমণের কারণে। তাকে আটক করেছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, কিশোরের বিরুদ্ধে আগে থেকেই একাধিক অপরাধের অভিযোগ ছিল। সে জেরার মুখে জানিয়েছে, তার কাকা তাকে চোর অপবাদ দিয়েছিল। সে কথা শুনে তার মাথা গরম হয়ে যায়। তরোয়াল নিয়ে সামনে যে বাস দাঁড়িয়েছিল, সেটি সে আক্রমণ করে। আপাতত পুলিশের হেফাজতেই রাখা হয়েছে যুবককে।

ঘটনার একাধিক ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, কিশোর তরোয়াল দিয়ে বাসের সামনের কাচে বাড়ি মেরে মেরে তা ভাঙছে। একটা সময়ের পরে ঝনঝন শব্দে পুরো কাচটি ভেঙে পড়ে। বাসের চালকেও তরোয়াল উঁচিয়ে সে ভয় দেখায়। তাঁদের মধ্যে মৌখিক বচসাও বাঁধে। এর পর আশপাশের অটো এবং জলের ট্যাঙ্কারেও তরোয়ালের বাড়ি মারে সে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।

Advertisement

কিশোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাস চালক। তার বিরুদ্ধে অপরাধমূলক ভীতি প্রদর্শন, বিপজ্জনক অস্ত্রের ব্যবহার এবং অপরাধমূলক বলপ্রয়োগের মামলা রুজু হয়েছে। সরকারি সম্পত্তি ধ্বংসের মামলাও রয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement