Pinarayi Vijayan

এ বার কেরলের মুখ্যমন্ত্রী বিজয়নের বাসভবন, দফতর উড়িয়ে দেওয়ার হুমকি! চলছে তল্লাশি

সোমবার সকালে ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বাসভবন, দফতর, সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি পাঠানো হয়েছে। তার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। কুকুর নিয়ে শুরু হয় তল্লাশি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৩:৪৫
Share:
পিনারাই বিজয়ন।

পিনারাই বিজয়ন। — ফাইল চিত্র।

তিরুঅনন্তপুরম বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়েছিল রবিবার। তার পরের দিনই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বাসভবন ‘ক্লিফ হাউস’, দফতর, রাজ্যের সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। তার পরেই কেরলের রাজধানী তিরুঅনন্তপুরম জুড়ে তল্লাশি শুরু করল কেরল পুলিশ। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, পুলিশের পাশাপাশি বম্ব স্কোয়াডও কাজে নেমেছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ইমেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বাসভবন, দফতর, সচিবালয় উড়িয়ে দেওয়ার হুমকি পাঠানো হয়েছে। তার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ। কুকুর নিয়ে শুরু হয় তল্লাশি। তবে এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক উদ্ধার হয়নি বলে খবর।

রবিবার তিরুঅনন্তপুরমের বিমানবন্দর কর্তৃপক্ষকে ইমেল করে বোমা রয়েছে বলে হুমকি দেওয়া হয়েছিল। বিমানবন্দরের ম্যানেজারের সরকারি মেল আইডিতে সেই ইমেল পাঠানো হয়েছিল। এক আধিকারিক জানিয়েছেন, ইমেল পাওয়ার পরেই বিমানবন্দরে তল্লাশি শুরু করে কেরল পুলিশ, সিআইএসএফ। যদিও সন্দেহজনক কিছুই মেলেনি। গত সপ্তাহে একই ভাবে বোমা রয়েছে বলে ভুয়ো হুমকি পাঠানো হয়েছিল কেরলের হাই কোর্ট, তিরুঅনন্তপুরমের জেলাশাসকের দফতরে। গত ১৯ এপ্রিল সেই হুমকি পাওয়ার পরে তিরুঅনন্তপুরমের জেলাশাসকের দফতরে তল্লাশি চালানোর সময়ে মৌমাছির হুলে আক্রান্ত হন পুলিশ এবং দফতরের কয়েক জন কর্মী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement