গুয়াহাটি হাই কোর্টকে হুমকিবার্তা। —প্রতীকী ছবি।
গৌহাটি হাই কোর্ট বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। আর সেই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে। নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে হাই কোর্টের। আদালতে তন্ন তন্ন করে তলাশি চালানো হচ্ছে।
সূত্রের খবর, মঙ্গলবার সকালে অসম পুলিশের কাছে একটি হুমকি ইমেল আসে। হাই কোর্টকে বোমায় উড়িয়ে দেওয়া হবে বলে ওই ইমেল মারফত হুমকি দেওয়া হয়। সেই হুমকি মেল পাওয়ার পরই আদালতে সতর্কবার্তা পাঠানো হয়। শুধু তা-ই নয়, পুলিশের একটি দল সঙ্গে সঙ্গে আদালতে পৌঁছে তল্লাশি শুরু করে।
সংবাদ সংস্থা পিটিআইকে পুলিশের এক শীর্ষ আধিকারিক বলেন, ‘‘হুমকিবার্তা পাওয়ার পরই পুলিশের একটি দল দ্রুত হাই কোর্টে পৌঁছোয়। আমাদের বিশেষজ্ঞেরা আদালত চত্বরে তল্লাশি চালাচ্ছে। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। মনে করা হচ্ছে এটি ভুয়ো বার্তা।’’ তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, হুমকিবার্তা এসেছে ‘মাদ্রাজ টাইগার্স’ নামে একটি অজ্ঞাত সংগঠন থেকে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আদালতের কাজ রুখে দিতে এই ধরনের বার্তা পাঠিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে। ‘মাদ্রাজ টাইগার্স’ সংগঠন কোথাকার, আদৌ এই সংগঠনের কোনও অস্তিত্ব আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।