শৌচালয়ের সামনে পড়ে রয়েছে বোমা। সঙ্গে হুমকি চিঠিও।
বুধবার রাত দেড়টা নাগাদ সন্দেহজনক একটি পরিত্যক্ত বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়েছিল অকাল তখত এক্সপ্রেসে। ফলে মাঝপথেই থামানো হয় ট্রেনটিকে। উত্তরপ্রদেশের অমেঠীর আকবরগঞ্জ স্টেশনে ট্রেন খালি করে পুলিশ ও বম্ব স্কোয়াড তল্লাশি শুরু করে। উদ্ধার হয় একটি কম শক্তিশালী বোমাও। শুধু তাই নয়, বোমার সঙ্গে পাওয়া গিয়েছে একটি হুমকি চিঠিও। আবু দুজানার হত্যার বদলা নিতেই এই নাশকতার ছক করা হয়েছে বলে লেখা রয়েছে সেই হুমকি চিঠিতে। আবু দুজানিকে হত্যার মূল্য চোকাতে হবে বলেও সাবধান করা হয়েছে সেই চিঠিতে।
আরও পড়ুন: মিলল সন্দেহজনক বস্তু, বোমাতঙ্ক অকাল তখত এক্সপ্রেসে
রেল সূত্রে খবর, কলকাতা থেকে অমৃতসরে যাচ্ছিল ট্রেনটি। বুধবার গভীর রাতে খবর পাওয়া যায় একটি সন্দেজনক বস্তু ট্রেন থেকে পাওয়া গিয়েছে। লখনউ ডিভিশনের আরপিএফ কম্যানডেন্ট সত্য প্রকাশ জানাচ্ছেন, বস্তুটি দেখতে অনেকটা বোমার মতো। এসি-বি৩ নম্বর কামরার শৌচাগারের পাশ থেকে উদ্ধার হয়েছে বস্তুটি।
প্রাথমিক ভাবে পরীক্ষা করে বম্ব স্কোয়াডের কর্মীরা জানিয়েছেন, বস্তুটি একটি কম শক্তিশালী বোমা। সেটিকে নিস্ক্রীয়ও করা হয়েছে।
আরও পড়ুন: অপহরণের ধারা জুড়ল, ধৃত বিকাশ
তবে কে বা কারা ওই বোমাটি ট্রেনে রেখে গিয়েছিল তা এখনও জানা যায়নি। এই ঘটনায় লস্কর-ই-তইবা বা অন্য কোনও জঙ্গি সংগঠনের হাত আছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
ছবি: টুইটারের সৌজন্যে