Article 377

সমকামিতা নিয়ে শীর্ষ আদালতের রায়, উচ্ছ্বসিত সেলেবরা

পুরনো ধ্যানধারণাকে মুছে নতুনকে স্বাগত জানানোর এই রায়ে কী বললেন সেলিব্রিটিরা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

মুম্বই শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৭
Share:

রায়ের পর এলজিবিটি সদস্যদের উচ্ছ্বাস। ছবি: এএফপি।

শরতের ঝকঝকে আকাশে ফুটল রামধনু। একুশ শতকের ভারতে স্বীকৃতি পেল সমকামিতা।

Advertisement

ব্রিটিশ যুগের রক্ষণশীলতাকে ছুড়ে ফেলে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানালেন দেশের সেলিব্রিটিরা। যার মধ্যে রয়েছেন অভিনেতা, লেখক, নাট্যকার।সকলেরই বক্তব্যের সারমর্ম – এই রায় সমানাধিকারের জয়। এটাই আধুনিক ভারত, উন্নয়নশীল ভারত।

ভারতীয় সিনেমায় নতুন প্রাণের সঞ্চার ঘটানো ফরহান আখতার যেমন, রামধনু রঙা টুইটে লিখেছেন, ‘সমানাধিকার, ভালবাসা, গর্ব’।

Advertisement

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ধন্যবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টকে সেই সঙ্গে বিচারব্যবস্থার এই রায়কে মর্যাদা দিয়ে সাধারণ মানুষকেও এই প্রসঙ্গে নিজের দায়িত্ব পালনের কথা মনে করিয়ে দিয়েছেন।

এলজিবিটি আন্দোলনের বরাবরের সমর্থক কর্ণ জোহর, নিজের টুইটে মেলে ধরেছেন রামধণু রঙা পতাকা। তাঁর কথায় দেশ যেন নতুন অক্সিজেন পেল।

স্বকীয়তায় চমক দেওয়া রণবীর সিংহ লিখেছেন “লাভ ফর অল”।

আরও পড়ুন: সমকামিতা অপরাধ নয়, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

সোনম কপূরের মতে – এই ভারতকেই তো আমরা ভালবাসি।

সংক্ষপ্তি টুইটে অভিষেক বচ্চন বুঝিয়েছেন, তিনি রামধনুর সঙ্গেই আছেন।

আরও পড়ুন: এডস রোগের প্রকোপ বাড়বে, সুপ্রিম কোর্টের রায়ে অখুশি সুব্রহ্মণ্যম স্বামী

অভিষেকের ‘দোস্তানা’র কো-স্টার জন আব্রাহামের মত, আজ গর্বে মাথা উঁচু করার দিন।

কঙ্কনা সেনশর্মা লিখেছেন “আমাদের জয় হল...”।

প্রীতি জিন্টাও তাঁর উচ্ছ্বাস চেপে রাখেননি, টুইট করেছেন নানা ছবির কোলাজ।

পুরনো ধ্যানধারণাকে মুছে নতুনকে স্বাগত জানানোর এই রায়ে সব মিলিয়ে বেশ খুশি দেশের সংস্কৃতির দূতরা।

(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরা বাংলা খবর পেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement