প্রতীকী ছবি।
উত্তরপ্রদেশের রায়বরেলি জেলার উনচাহারে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের (এনটিপিসি) তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে মৃত্যু হল অন্তত ১৬ জনের। আহত শতাধিক। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
ঘটনায় শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু দু’লাখ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা এবং সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার।
আরও পড়ুন: হিন্দুদের সংখ্যালঘু তকমা চেয়ে সুপ্রিম কোর্টে মামলা বিজেপি নেতার
এনটিপিসি-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ৫০০ মেগাওয়াটের ওই বিদ্যুৎকেন্দ্রে বুধবার বিকেলে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। তবে, কী ভাবে এই বিস্ফোরণ ঘটল তা জানা যায়নি।
আরও পড়ুন : বিচারকদের বেতন বাড়াতে ভুলে গেলেন? কেন্দ্রকে প্রশ্ন সুপ্রিম কোর্টের
জেলা প্রশাসনের সহায়তায় উদ্ধারকাজ শুরু হয়েছে। এনটিপিসি-র উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে গিয়েছেন। রাজ্যের এডিজি (আইন-শৃঙ্খলা) আনন্দ কুমার জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।