Jammu and Kashmir

Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরের কুলগামে বিজেপি কর্মীকে গুলি করে খুন করল জঙ্গিরা

দলীয় কর্মী খুনের ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। জঙ্গিদের এই কর্মকাণ্ডকে লজ্জাজনক এবং কাপুরুষোচিত বলে উল্লেখ করেছে তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২১ ১৯:০৭
Share:

বিজেপি কর্মী জাভেদ আহমেদ দার।

জম্মু-কাশ্মীরের কুলগামে ব্রাজলু-জাগির গ্রামে মঙ্গলবার এক বিজেপি কর্মীকে গুলি করে খুন করল জঙ্গিরা। মৃতের নাম জাভেদ আহমেদ দার। তিনি হম শাহলি বাগ নির্বাচনী ক্ষেত্রের সক্রিয় বিজেপি কর্মী ছিলেন।

Advertisement

দলীয় কর্মী খুনের ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি। জঙ্গিদের এই কর্মকাণ্ডকে লজ্জাজনক এবং কাপুরুষোচিত বলে উল্লেখ করেছে তারা। জম্মু-কাশ্মীর বিজেপি-র মিডিয়া সেলের প্রধান মনজুর আহমেদ বলেন, “দলীয় কর্মী আহমেদ দারের খুনের ঘটনার নিন্দা করছি। এটা ঘৃণ্য এবং কাপুরুষোচিত কাজ। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

এই ঘটনার নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, “ঠান্ডা মাথায় খুন করা হয়েছে আহমেদ দারকে। এই সন্ত্রাসবাদী হামলার নিন্দা করছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement