পঞ্জাব যেন আপ না পায়, চায় বিজেপি

পদ্ম ছেড়ে ‘হাত’ ধরে লড়েছেন প্রথম বার। নভজোৎ সিংহ সিধুও বলছেন, আদৌ সেয়ানে সেয়ানে টক্কর দেওয়ার জায়গায় নেই অরবিন্দ কেজরীবাল। ভুল সব বুথ-ফেরত সমীক্ষা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ মার্চ ২০১৭ ০৩:২৯
Share:

পদ্ম ছেড়ে ‘হাত’ ধরে লড়েছেন প্রথম বার। নভজোৎ সিংহ সিধুও বলছেন, আদৌ সেয়ানে সেয়ানে টক্কর দেওয়ার জায়গায় নেই অরবিন্দ কেজরীবাল। ভুল সব বুথ-ফেরত সমীক্ষা। কংগ্রেসই একার জোরে সরকার গড়বে পঞ্জাবে। মোদী সরকারের মন্ত্রী হরসিমরত কৌর বাদলও বলছেন, বুথ ফেরত সমীক্ষা ভুল। বিজেপি নেতৃত্ব আগেই কবুল করেছেন, পঞ্জাবে আশা শেষ। কিন্তু তাঁরাও ঘরোয়া ভাবে বলছেন, অন্তত কেজরীবাল নন, কংগ্রেস আসুক সেখানে। কারণ সীমান্ত ঘেঁষা রাজ্যের পক্ষে কেজরীবালের থেকে ঢের বেশি দায়িত্বশীল কংগ্রেস। পর্যবেক্ষকদের ধারণা, পঞ্জাবে মালওয়াই শেষ কথা বলবে। সেই এলাকার ৬৯টি আসনে কেজরীবাল বাজি মারতে পারলে দিল্লির পর পঞ্জাবও পাবে আপ। নয়তো ক্যাপ্টেন অমরেন্দ্র সিংহের।

Advertisement

আরও পড়ুন: উত্তরাখণ্ডে কি মোদীর কংগ্রেস!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement