কর্নাটক, মধ্যপ্রদেশে বিজেপির তৎপরতা

‘অপারেশন পদ্ম’ ব্যর্থ হওয়ার পরও কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকার ভাঙতে হাল ছাড়েনি অমিত শাহের দল। শুধু কর্নাটক নয়, মধ্যপ্রদেশেও সরকার ভাঙতে বিজেপি তৎপর বলে অভিযোগ কংগ্রেসের।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০১৯ ০১:০৮
Share:

—ফাইল চিত্র।

‘অপারেশন পদ্ম’ ব্যর্থ হওয়ার পরও কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকার ভাঙতে হাল ছাড়েনি অমিত শাহের দল। শুধু কর্নাটক নয়, মধ্যপ্রদেশেও সরকার ভাঙতে বিজেপি তৎপর বলে অভিযোগ কংগ্রেসের।

Advertisement

কর্নাটকে সরকার গড়তে চেষ্টার কোনও কসুর করেনি বিজেপি। নিজেদের বিধায়কদের তারা গুরুগ্রামের একটি রিসর্টে নিয়ে গিয়েছিল। ‘অপারেশন পদ্ম’ থেকে পরিষদীয় দলকে বাঁচাতে কংগ্রেসও তাদের বিধায়কদের বেঙ্গালুরুর একটি রিসর্টে নিয়ে যায়। সূত্রের খবর, দল ভাঙানোর বিষয়টি কিছুটা থিতিয়ে গেলেও ফের কংগ্রেস ভাঙানোর চেষ্টা শুরু করেছে গেরুয়া শিবির। তার প্রমাণ মিলিছে লোকসভায় কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খড়্গের বক্তব্যে। তিনি বলেন, ‘‘বিজেপি এবং আরএসএস কর্নাটকে সরকার ফেলে রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা করছে। আমরা তা হতে দেবো না। আমাদের থেকে ও দিকে(বিজেপি) যদি একজনও যায়, তা হলে ও দিক থেকে এ দিকে ১০জন আসবে।’’ তাঁর অভিযোগ, কর্নাটকে সরকার ভাঙতে বিজেপি প্রচুর টাকা খরচ করছে।

একই অভিযোগে সরব মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথও। তাঁর দাবি, কংগ্রেস বিধায়কদের দলবদলের জন্য কোটি কোটি টাকার প্রস্তাব দেওয়া হচ্ছে। বিজেপি অবশ্য ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। বেঙ্গালুরুর রিসর্টে কংগ্রেস বিধায়কদের মারপিটের কথা উল্লেখ করে, বি এস ইয়েদুরাপ্পা এবং মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানদের যুক্তি, কংগ্রেস যদি তাদের বিধায়কদের একজোট রাখতে না পারে তা হলে তাঁরা কী করবেন!

Advertisement

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, লোকসভার নির্বাচনের আগে কংগ্রেসকে স্বস্তিতে থাকতে দিতে চায় না বিজেপি। সে জন্যই লাগাতার সরকার ভাঙার চেষ্টা চালিয়ে যাবে গেরুয়া শিবির।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement