National

পঞ্জাবে আপ এগিয়ে, গোয়া, উত্তরাখণ্ড, মণিপুরে বিজেপি

জোট বেঁধে সরকার গড়ার সম্ভাবনার পাল্লাটা উত্তরপ্রদেশে বিজেপি’র দিকে ঝুঁকে থাকলেও প্রায় সবক’টি এগজিট পোলেই মোটামুটি ইঙ্গিত মিলেছে, পঞ্জাবে সরকার গড়ছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি (আপ)। আর উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে হাওয়া বিজেপি’র দিকেই। পঞ্জাবে তাৎপর্যপূর্ণ ভাবে ভাল ফল করতে চলেছে আপ। তবে কংগ্রেস না আপ কারা শেষমেশ সরকার গড়বে পঞ্জাবে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মার্চ ২০১৭ ২১:২০
Share:

জোট বেঁধে সরকার গড়ার সম্ভাবনার পাল্লাটা উত্তরপ্রদেশে বিজেপি’র দিকে ঝুঁকে থাকলেও প্রায় সবক’টি এগজিট পোলেই মোটামুটি ইঙ্গিত মিলেছে, পঞ্জাবে সরকার গড়ছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি (আপ)। আর উত্তরাখণ্ড, গোয়া, মণিপুরে হাওয়া বিজেপি’র দিকেই। পঞ্জাবে তাৎপর্যপূর্ণ ভাবে ভাল ফল করতে চলেছে আপ। তবে কংগ্রেস না আপ কারা শেষমেশ সরকার গড়বে পঞ্জাবে, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

পঞ্জাব

‘সিভোটার’-এর এগজিট পোলের ফলাফল বলছে, পঞ্জাব এ বার একটা বড় পরিবর্তন দেখতে চলেছে। ক্ষমতায় আসতে চলেছে আপ। ১১৭ সদস্যের পঞ্জাব বিধানসভায় আপ পেতে পারে ৫৯ থেকে ৬৭টি আসন। ২০১২ সালের নির্বাচনে আপ একটি আসনও পায়নি পঞ্জাবে। কংগ্রেসের হাল ২০১২ থেকে খুব একটা বদলাবে না। কংগ্রেস পেতে পারে ৪১ থেকে ৪৯টি আসন। ২০১২ সালে কংগ্রেস পেয়েছিল ৪৬টি আসন। আর শিরোমণি অকালি দল (এসএডি)-বিজেপি জোটের ঝুলিতে যেতে পারে বড়জোড় ৫ থেকে ১৩টি আসন। ২০১২ সালে এই জোট পেয়েছিল ৬৮টি আসন। সে ক্ষেত্রে শিরোমণি অকালি দল-বিজেপি জোট এ বার বড়সড় ধাক্কা খেতে পারে পঞ্জাবে। পঞ্জাব বিধানসভায় ম্যাজিক নম্বরটা হল ৫৯।

Advertisement

যদিও ইন্ডিয়া টুডে/অ্যাক্সিস এগজিট পোল পঞ্জাবে এগিয়ে রেখেছে কংগ্রেসকে। তার ফলাফল জানাচ্ছে, কংগ্রেস পেতে পারে ৬২ থেকে ৭১টি আসন। আর আপের ঝুলিতে যেতে পারে ৪২ থেকে ৫১টি আসন। অন্য দিকে, ইন্ডিয়া নিউজ/এমআরসি এগজিট পোল বলছে, পঞ্জাবে কংগ্রেস আর আপের মধ্যে লড়াই হয়েছে সমানে সমানে। দু’টি দলই পেতে পারে ৫৫টি করে আসন।

উত্তরাখণ্ড

‘সিভোটার’-এর এগজিট পোল বলছে, ফোটোফিনিশ হতে পারে উত্তরাখণ্ডে, কংগ্রেস আর বিজেপি’র মধ্যে। তবে অন্য এগজিট পোলগুলি উত্তরাখণ্ডে এগিয়ে রেখেছে বিজেপি-কেই।

‘সিভোটার’-এর এগজিট পোল বলছে, ৭০ সদস্যের উত্তরাখণ্ড বিধানসভায় কংগ্রেস ও বিজেপি’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দু’দলই পেতে পারে ৩২টি করে আসন। ২০১২ সালের ভোটেও কংগ্রেস ৩২ আর বিজেপি ৩১টি আসনে জিতেছিল। এই এগজিট পোলের ফলাফল অবশ্য উৎসাহিত করতে পারে মুখ্যমন্ত্রী হরীশ রাওয়াতকে। কারণ ভোটের আগে বেশ কয়েক জন কংগ্রেস বিধায়ক দল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন। তবে গাড়োয়ালে ঝড় উঠতে পারে বিজেপি-র পালে। ওই এলাকার ২৩টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১৬টি আসন। কংগ্রেস বড়জোড় পেতে পারে ৫টি আসন। আবার কুমায়ুনে বড় লাভ হতে পারে কংগ্রেসের। সেখানে ২৬টি আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ১৬টি আসন। রাজ্যে বিজেপি’র পালে ভোটের স্যুইং হতে পারে ৭.৩ শতাংশ। আর কংগ্রেসের পালে ভোটের স্যুইং হতে পারে ৬.৬ শতাংশ।

আরও পড়ুন- হাড্ডাহাড্ডি লড়াই শেষে উত্তরপ্রদেশে এগিয়ে গেল বিজেপি

তবে ‘নিউজ-২৪-টুডে’জ চাণক্য’-র এগজিট পোল বলছে, বিজেপি পেতে পারে ৫৩টি আসন। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১৫টি আসন।

ইন্ডিয়া টুডে/অ্যাক্সিস এগজিট পোলের ফলাফল জানাচ্ছে, রাজ্যে ৪৬ থেকে ৫৩টি আসন পেতে পারে বিজেপি। কংগ্রেস পেতে পারে বড়জোড় ১২ থেকে ২১টি আসন।

আর ইন্ডিয়া নিউজ/এমআরসি এগজিট পোল বলছে, ৩৮টি আসন পাবে বিজেপি। ৩০টিতে জিততে পারে কংগ্রেস।

মণিপুর

এগজিট পোলগুলির ফলাফল বলেছে মণিপুরে গত ১৫ বছরের কংগ্রেস শাসন বোধহয় এ বার শেষ হতে চলেছে।

‘সিভোটার’-এর এগজিট পোল বলছে, ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় বিজেপি পেতে পারে ২৫ থেকে ৩১টি আসন। আর কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ১৭ থেকে ২৩টি আসন। ২০১২ সালে কংগ্রেস ৪২টি আসনে জিতেছিল। ফলে এ বার মণিপুরে কংগ্রেস বেশ বড়সড় ধাক্কা খেতে চলেছে। এমনটাই ইঙ্গিত এগজিট পোলগুলির।

গোয়া

‘সিভোটার’-এর এগজিট পোলের ফলাফল বলছে, গোয়ায় বিজেপি’র দিকেই পাল্লা ভারী। তবে সেখানে কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে কেন্দ্রের শাসক দলের। গোয়া বিজেপি’ই রয়েছে ক্ষমতায়। ৪০ সদস্যের রাজ্য বিধানসভায় এ বার বিজেপি পেতে পারে ১৫ থেকে ২১টি আসন। উত্তর ও দক্ষিণ গোয়াতেই ফলাফল ভাল হবে বিজেপি’র। আর কংগ্রেস উত্তর ও দক্ষিণ গোয়ায় পেতে পারে ৫ থেকে ৯টি আসন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement