গুজরাত ভোটের আগে নরেন্দ্র মোদীকে কংগ্রেসের ‘চা-ওয়ালা’ বলে খোঁচা অস্বস্তিতে ফেলেছে রাহুল গাঁধীকে। এ বার সেই কটাক্ষ করলেন মোদীর দলেরই সাংসদ শত্রুঘ্ন সিন্হা। কারও নাম করেননি, কিন্তু ইঙ্গিতটা ধরেছেন অনেকেই। বৃহস্পতিবার একটি বই প্রকাশের অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘আমাকে অনেকে জিজ্ঞাসা করেন, ফিল্মের জগৎ থেকে এসে আমি কেন অর্থনীতি নিয়ে মন্তব্য করছি। এখন উকিলবাবু (অরুণ জেটলি) যদি অর্থনীতি কথা বলতে পারেন, টেলিভিশনের এক অভিনেত্রী (স্মৃতি ইরানি) যদি মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী হতে পারেন, আর এক জন চা-ওয়ালা যদি... এর বেশি আমি বলব না। কিন্তু এ-ই যদি হয়, তা হলে আমি কেন অর্থনীতি নিয়ে মুখ খুলব না? আমি আমার হৃদয়ের কথা বলছি। ‘মন কি বাত’ তো বলতে পারব না, কারণ তার পেটেন্ট অন্য কেউ নিয়ে রেখেছেন।’’ বর্ষীয়ান অভিনেতার দাবি, মন্ত্রিত্ব পাননি বলেই তিনি দলের বিরুদ্ধে মুখ খুলছেন— এমন নয়। তিনি রামমনোহর লোহিয়াকে দেখে রাজনীতিতে এসেছেন। ‘না জিউঙ্গা না জিনে দুঙ্গা’ দর্শন নিয়ে নয়। আবার খোঁচা। মোদীর স্লোগানই তো ছিল, ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা!’’