BJP Leader

পুলিশকে প্রকাশ্যে জুতোপেটা বিজেপি নেত্রীর! সঙ্গে এল হুমকি, ‘থানায় নিয়ে যাব?’

ভিডিয়োয় দেখা গিয়েছে হাতে চটি নিয়ে পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন বিজেপি নেত্রী সাধনা। তার পর সর্বসমক্ষে সেই চটি দিয়েই তিনি মারতে শুরু করেন এক পুলিশকর্তাকে।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৩ ১১:৫৩
Share:

হাতে চটি নিয়ে মারতে উদ্যত সাতনার সেই বিজেপি নেত্রী। ছবি : টুইটার থেকে।

বিজেপি নেত্রীর হাতে জুতোপেটা খেলেন এক পুলিশকর্তা। কারণ, তাঁর কাজ পছন্দ হয়নি ওই বিজেপি নেত্রীর। একটি দুর্নীতির অভিযোগের তদন্ত করতে পুলিশ কর্তা হাজির হয়েছিলেন নেত্রীর এলাকায়। পুলিশের সেই পদক্ষেপ বিরুদ্ধেই তীব্র প্রতিবাদ জানান নেত্রী। পরে দু’পক্ষের বচসা বাড়লে এক বিজেপি সমর্থককে পুলিশকর্তাকে হুমকিও দিতে দেখা যায়। ঘটনাটির একটি ভিডিয়ো ছড়িয়েছে ইন্টারনেটে। তাতে দেখা যাচ্ছে নেত্রীর সমর্থকরা ওই পুলিশকর্তাকে বলছেন, ‘‘আপনি কি চান আমরা আপনাকে থানায় নিয়ে যাই?’’

Advertisement

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলার চিত্রকোট নগর পঞ্চায়েত এলাকায়। অবৈধ খাদানের অভিযোগ পেয়ে সুরঙ্গী গ্রামে তদন্তে এসেছিল পুলিশের একটি দল। তাতেই রেগে যান সাতনার জেলা পরিষদের সদস্য বিজেপি নেত্রী সাধনা পটেল। দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছন সাধনা। পরিস্থিতি জটিল হয় তাঁরা পুলিশের উপর আচমকা হামলা চালানোয়।

সেই সময়ের ভিডিয়ো রেকর্ডিংয়ে দেখা গিয়েছে পুলিশের সঙ্গে চটি হাতে নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করছেন সাধনা। তার পর সর্বসমক্ষে সেই চটি দিয়েই তিনি মারতে শুরু করেন সামনে দাঁড়িয়ে থাকা পুলিশকর্তাকে। পুলিশ তাতেও নিরস্ত না হলে পাশে দাঁড়ানো বিজেপি নেত্রীর সমর্থকেরা পুলিশকে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন। তাঁদের বলতে শোনা যায়, ‘‘আমরা অবশ্য আমাদের তদন্ত এখান থেকেই শুরু করব।’’

Advertisement

চিত্রকোটের সাব ডিভিশনাল অফিসার অফ পুলিশ আশিস জৈন জানিয়েছেন, ‘‘চিত্রকোটের তহসিলদার সুমিত গুর্জর সুরঙ্গী গ্রামে অবৈধ খাদানের অভিযোগ করেছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে দেখতে পায় একটি জেসিবি মেশিন এবং দু’টি ট্রাক্টর নিয়ে রাতের অন্ধকারে খাদানের কাজ করছে একটি দল। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করতেই ওই দলের সদস্যরা পাল্টা পুলিশকেই আক্রমণ করেন। পরে স্থানীয় বিজেপি নেত্রী ওই পুলিশকর্তাকে জুতো দিয়ে মারেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement