BJP

BJP leader expelled: ব্রাহ্মণদের নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য, চম্বলের নেতাকে বহিষ্কার করল বিজেপি

মেধাবী পড়ুয়াদের পুরস্কারপ্রদান অনুষ্ঠানে প্রীতম বলেছিলেন, ‘‘ব্রাহ্মণরা ধর্মের নাম করে মানুষকে বোকা বানাতে সিদ্ধহস্ত।’’

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ২০:৪১
Share:

বহিষ্কৃত বিজেপি নেতা প্রীতম সিংহ লোধি। ফাইল ছবি।

ব্রাহ্মণদের নিয়ে ‘অপমানজনক’ মন্তব্য করায় মধ্যপ্রদেশের গ্বালিয়র-চম্বল এলাকার এক নেতাকে বহিষ্কার করল বিজেপি। প্রীতম সিংহ লোধি নামের ওই নেতাকে শনিবারই ভোপালে বিজেপির সদর দফতরে ডেকে পাঠানো হয়। সেখানে তাঁর প্রাথমিক সদস্যপদ খারিজ করা হয়।

Advertisement

বুধবার, রানি অবন্তীবাই লোধির জন্মবার্ষিকীতে আয়োজিত মেধাবীদের পুরস্কারপ্রদান অনুষ্ঠানে প্রীতম ব্রাহ্মণ সম্প্রদায়কে আক্রমণ করেন। অভিযোগ করেন, ব্রাহ্মণরা ধর্মের নাম করে মানুষকে বোকা বানাতে সিদ্ধহস্ত। এই সংক্রান্ত একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ওই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর প্রীতমের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন বিজেপি যুব মোর্চার নেতা প্রবীণ মিশ্র।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী উমা ভারতীর ঘনিষ্ঠ বলে পরিচিত প্রীতম ২০১৩ এবং ২০১৮-য় শিবপুরীর পিছোরে কেন্দ্র থেকে হেরে যান। কিন্তু গ্বালিয়র-চম্বল এলাকায় তাঁর এখনও প্রভাব রয়েছে বলে মনে করে বিজেপি। গত বুধবারের অনুষ্ঠানে প্রীতম দাবি করেছিলেন, ব্রাহ্মণরা মানুষের অর্থে ফুলেফেঁপে উঠেছে। তিনি বলেন, ‘‘ভাল পরিবারের সুন্দরী মহিলাদের দেখে ওরা (ব্রাহ্মণরা) সেই বাড়িতে খাবার খাওয়ার আবদার করে। ওরা চায়, কমবয়সি মহিলারা তাদের সামনেই বসুক এবং বয়স্ক মহিলারা পিছনের সারিতে।’’

Advertisement

নেতার গলায় এই মন্তব্যে সিঁদুরে মেঘ দেখে বিজেপি। তার পরেই প্রীতমকে ডেকে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। যদিও এ বিষয়ে বিজেপিকে বিঁধতে ছাড়েনি কংগ্রেস। কংগ্রেসের দাবি, ব্রাহ্মণদের বিরুদ্ধে ষড়যন্ত্রে এটা বিজেপির সুচিন্তিত কৌশলেরই একটা অঙ্গ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement