Jammu and Kashmir EX MLA

কাশ্মীরে সরকারি কোয়ার্টারে নিজেকে গুলি বিজেপি নেতার! মৃত্যুর কারণ নিয়ে ধন্দ

পুলিশের প্রাথমিক অনুমান, গুলি করে আত্মঘাতী হয়েছেন ফকির মহম্মদ খান। গুরে়জ়ের প্রাক্তন নির্দল বিধায়ক ২০২০-তে বিজেপিতে যোগ দেন। কী কারণে ফকিরের এই পদক্ষেপ, তা নিয়ে ধন্দ রয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৯:১২
Share:
ফকির মহম্মদ খান।

ফকির মহম্মদ খান। — ফাইল চিত্র।

জম্মু ও কাশ্মীরের তুলসীবাগের সরকারি কোয়ার্টার থেকে বৃহস্পতিবার উদ্ধার হল বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়কের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন ফকির মহম্মদ খান। গুরে়জ়ের প্রাক্তন নির্দল বিধায়ক ফকির মহম্মদ ২০২০-তে বিজেপিতে যোগ দেন। কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা নিয়ে ধন্দ রয়েছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট মেলেনি বলে সূত্রের খবর।

Advertisement

বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর ফকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও মৃত্যুর কারণ নিয়ে কোনও মন্তব্য করেননি। জম্মু ও কাশ্মীরের স্পিকার আবদুল রহিম রাথের ফকিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তাঁর পরিবারকে সমবেদনা জানিয়েছেন। বিধানসভায় ফকিরের মৃত্যুর কথা জানান মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তাঁকে ‘তৃণমূল স্তরের নেতা’ বলেও অভিহিত করেন। ওমর আরও জানান, গুরেজ়ের উন্নয়নের জন্য অনেক কিছু করেছেন ফকির। তাঁর পরিবারকে সমবেদনা জানান তিনি।

ফকিরের স্মরণে বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর বিধানসভায় দু’মিনিট নীরবতা পালন করা হয়। বিধানসভার বিরোধী দলনেতা সুনীল শর্মাও ফকিরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ১৯৯৬ সালে গুরেজ় বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসাবে ভোটে লড়ে জয়ী হয়েছিলেন ফকির। ২০২০ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। গত বছর বিজেপির টিকিটেই বিধানসভা নির্বাচনে লড়েছিলেন। কিন্তু হেরে যান তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement