Prashant Kishor

ব্যবসা ধরছেন, কটাক্ষ বিজেপির, উত্তর ফেরালেন প্রশান্ত কিশোর

বিজেপি নেতা সুশীল মোদী মঙ্গলবার টুইটারে কারও নাম না করেই লেখেন, ‌‘‘একজন ব্যবসায়ী প্রথমে বাজার তৈরির চেষ্টা করবেন। তার পর দেশের ভাল ভাবেন।’’

Advertisement

সংবাদসংস্থা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯ ১৪:১০
Share:

প্রশান্ত কিশোর। ফাইল চিত্র

জনতা দলের (জেডিইউ) ভাইস প্রেসিডেন্ট, ভোট স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের বিরুদ্ধে এ বার আক্রমণ শানাল বিজেপি।রবিবার প্রশান্ত কিশোর বলেছিলেন, বিহারে বিজেপির সঙ্গে নীতীশ কুমার সরকারের নয়া সমীকরণ তৈরি হওয়া উচিত। এর পরেই প্রশান্ত কিশোরকে একহাত নেয় বিজেপি। তাদের মতে, যারা নির্বাচনী তথ্য ও স্লোগানকে হাতিয়ার করে ব্যবসা চালাচ্ছেন, তাঁদের বিরূপ মন্তব্যে এনডিএ-এর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। উত্তর ফিরিয়েছেন প্রশান্ত কিশোরও। নীতীশ কুমার ও তাঁর দলকে ক্ষমতায় এনেছে জনতা, কোনও বড় দলের নেতা নয়, বলছেন প্রশান্ত কিশোর।

Advertisement

বিজেপি নেতা সুশীল মোদী মঙ্গলবার টুইটারে কারও নাম না করেই লেখেন, ‌‘‘একজন ব্যবসায়ী প্রথমে বাজার তৈরির চেষ্টা করেন। তার পর দেশের ভাল ভাবেন।’’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রশান্ত কিশোরের দিকেই তাঁর ইঙ্গিত।

ঠিক কী বলেছিলেন প্রশান্ত কিশোর? বিহারের আগামী বিধানসভা নির্বাচনে আসন বন্টন নিয়ে প্রশ্ন করা হলে মঙ্গলবার প্রশান্ত কিশোর বলেন,দুই দলের মধ্যে এত দিন ৫০:৫০ সমীকরণ মেনে আসন বণ্টন হলেও, আগামী বিধানসভা নির্বাচনে সিংহভাগ আসনে জেডিইউয়েরই প্রার্থী দেওয়া উচিত। তিনি আরও বলেন, ‘‘আমি জানি যে আসন বন্টন ১:১:৪ অনুপাতে হওয়া উচিত।’’ অর্থাৎ বিজেপি পাঁচটি আসনে প্রার্থী দিলে, জেডিইউ ৭টি আসনে প্রার্থী দিতে পারে। প্রশান্ত কিশোরের এই মন্তব্য ছড়িয়ে পড়তেই আসরে নামে বিজেপি।

Advertisement

প্রশান্ত কিশোর এ দিন অবশ্য সরাসরি নাম করেই পাল্টা কটাক্ষ করেন সুশীল মোদীকে। টুইটারে তিনি লেখেন, ‘‘২০১৫ সালের বিধানসভা নির্বাচনে হারের পরেও পরিস্থিতির কারণে উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন সুশীল মোদী। তাঁর কাছ থেকে রাজনৈতিক বিষয়ে জ্ঞান শুনে উৎফুল্ল বোধ করছি।’’

প্রশান্ত কিশোরের টুইট:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement