Delhi

Delhi: সরকার ফেলতে দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ বিজেপির? বিধায়ককে ঘুষের প্রস্তাবেরও অভিযোগ

আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজের দাবি, দল ছেড়ে বেরিয়ে এলে আপের বিধায়কদের পাঁচ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২২ ০৭:০৬
Share:

আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ ফাইল চিত্র।

মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্নাটকের মতোই দিল্লিতেও সরকার ফেলার জন্য ‘অপারেশন লোটাস’ চালানো হচ্ছে বলে দাবি করলেন আম আদমি পার্টি (আপ) নেতৃত্ব। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার পরে এ বার আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজের দাবি, দল ছেড়ে বেরিয়ে এলে আপের বিধায়কদের পাঁচ কোটি টাকা ঘুষ দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিজেপি নেতৃত্ব। পাল্টা বিজেপির অভিযোগ, আবগারি দুর্নীতিতে বেকায়দায় পড়ে যাওয়ায় এখন বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে মুখ বাঁচাতে চাইছে অরবিন্দ কেজরীওয়ালের দল।

Advertisement

আবগারি দুর্নীতি নিয়ে সিবিআই গত সপ্তাহে দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়ার বাড়িতে তল্লাশি চালায়। দিল্লির আপ সরকারকে ফেলার উদ্দেশ্যে ওই তল্লাশি— এই যুক্তি দিয়ে সিসৌদিয়া পাল্টা দাবি করেন, তাঁকে দল ভেঙে বেরিয়ে আসার প্রস্তাব দিয়েছিল বিজেপি। সে ক্ষেত্রে তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ প্রত্যাহারের পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসারও প্রস্তাব দেয় বিজেপি।

যদিও সেই অভিযোগ আগেই খারিজ করেছে বিজেপি। আজ সৌরভ ভরদ্বাজ দাবি করেন, ‘‘কেবল সিসৌদিয়া নয়, আপের অন্য বিধায়কদের পাঁচ কোটি টাকার বিনিময়ে দলত্যাগের প্রস্তাব দিয়েছে বিজেপি। অন্য রাজ্যের মতো এখানেও সরকার ফেলার লক্ষ্যে ‘অপারেশন লোটাস’ শুরু করেছেন বিজেপি নেতারা।’’ বিজেপি নেতাদের প্রস্তাব সংক্রান্ত কথোপকথনের রেকর্ড তাঁদের কাছে রয়েছে বলে দাবি করেন সৌরভ। যদিও তা এখন নয়, উপযুক্ত সময়ে জনসমক্ষে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আপের অভিযোগ উড়িয়ে বিজেপির দাবি, কেজরীওয়ালের দলের প্রত্যেকেই মিথ্যাবাদী। নিজেদের দলের কাউকে দিয়ে ঘুষ দেওয়ার ফোন করিয়ে তা বিজেপি নেতার বক্তব্য বলে চালানোর কৌশল নিয়েছে আপ। বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালবীয় বলেন, ‘‘যদি কেজরীওয়ালের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে পদ্মবিভূষণ, শিক্ষামন্ত্রী সিসৌদিয়াকে ভারতরত্ন ও নিজেকে অস্কারের জন্য মনোনীত করার কাজ শেষ হয়, তা হলে তিনি কি দয়া করে জানাবেন, কেন নতুন আবগারি নীতি নিয়ে তদন্ত শুরু হতেই তা প্রত্যাহার করে নেওয়া হল? ওই নীতি প্রণয়নের জন্য আপ নেতারা কত টাকা ঘুষ খেয়েছেন এবং নীতি প্রণয়নের ফলে দিল্লি সরকারের কতটা ক্ষতি হল তা আগে জনগণকে জানান কেজরীওয়াল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement