উত্তরপ্রদেশে বিরাট জয়ের পরে মুখ্যমন্ত্রীর গুরুদায়িত্ব কার হাতে তুলে দেওয়া হবে, তা ঠিক করতে কিছুটা সময় নিচ্ছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আজ দলের সংসদীয় বোর্ডের বৈঠকে এ নিয়ে আলোচনা হলেও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম এখনই খোলসা করেনি বিজেপি। দল জানিয়েছে, হোলির পর দুই নেতা বেঙ্কাইয়া নায়ডু ও ভূপেন্দ্র যাদবকে সে রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে। তার পর দলের সভাপতি অমিত শাহকে রিপোর্ট পেশ দেবেন তাঁরা। মুখ্যমন্ত্রীর বিষয়ে ফয়সালা করতে আজ অমিতকেই দায়িত্ব ছেড়ে দিয়েছে সংসদীয় বোর্ড।
আরও পড়ুন: লখনউয়ের তখ্ত দখল, ব্র্যান্ড মোদী নামক কড়াপাক এখনও সফল
অন্য রাজ্যে সরকার গড়ার বিষয় নিয়েও সংসদীয় বোর্ড আজ আলোচনা করেছে। উত্তরাখণ্ডে দলের পর্যবেক্ষক হিসেবে সরোজ পাণ্ডে ও নরেন্দ্র তোমরকে পাঠানো হচ্ছে।