Rahul Gandhi

‘বিভ্রান্তি ছড়াচ্ছেন প্রচারে’! রাহুল গান্ধীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপি কী অভিযোগ জানাল?

সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে বিজেপির প্রতিনিধিদল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আদর্শ নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ২৩:১৩
Share:

রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

ঝাড়খণ্ড এব মহারাষ্ট্রে বিধানসভা ভোটের টানা এক সপ্তাহ ধরে বিজেপির রাজনৈতিক কর্মসূচি ‘ভারতীয় সংবিধান এবং রাহুল গান্ধীময়’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলের সাম্প্রতিক কার্যকলাপে এই গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।

Advertisement

লোকসভার বিরোধী দলনেতার হাতে থাকা সংবিধানের প্রচ্ছদের রং কেন লাল তা নিয়ে গত মঙ্গলবার প্রশ্ন তুলেছিল বিজেপি। পদ্মশিবিরের অভিযোগ ছিল, উগ্র বামপন্থায় বিশ্বাসী ‘শহুরে নকশাল’দের সমর্থনেই হাতে লাল সংবিধান বার বার হাতে তুলে নেন রাহুল। সেই লাল সংবিধানের ভিতরের সব পাতা ‘কেন ‘সাদা এবং অক্ষরহীন, তা নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতারা। এ বার তাঁর কংগ্রেসের নেতার বিরুদ্ধে নালিশ জানালেন নির্বাচন কমিশনে।

কমিশনের কাছে বিজেপি অভিযোগ এনেছে, মহারাষ্ট্রে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে রাহুল ভারতীয় সংবিধান সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রচার করে রাজ্যগুলির মধ্যে বিভেদ তৈরি করতে চাইছেন। সোমবার কমিশনের সদর দফতরে গিয়ে বিজেপির প্রতিনিধিদল রাহুলের বিরুদ্ধে আদর্শ নির্বাচনী বিধি ভাঙার অভিযোগ জানিয়েছে। এ সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, মিথ্যা প্রচারের জন্য রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও জানিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement