লালজি ট্যান্ডন।—ফাইল চিত্র।
ফের অগ্নিকাণ্ড প্রয়াগরাজের কুম্ভমেলায়। তা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বিহারের রাজ্যপাল লালজি ট্যান্ডন। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন উত্তরপ্রদেশের স্বাস্থ্যমন্ত্রী তথা লালজি ট্যান্ডনের পুত্র আশুতোষ ট্যান্ডন।
মঙ্গলবার রাত আড়াইটে নাগাদ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছে কুম্ভমেলায় মোতায়েন পুলিশ। জানা গিয়েছে, নিজের তাঁবুতে ঘুমাচ্ছিলেন লালজি ট্যান্ডন। সেইসময় রাত আড়াইটে নাগাদ তাঁবুতে আগুন ধরে যায়। তবে মারাত্মক কিছু ঘটে যাওয়ার আগে, ঘুম থেকে লালজি ট্যান্ডনকে নিরাপদে তাঁবু থেকে বার করে আনেন তাঁর সহযোগীরা। নিকটবর্তী সার্কিট হাউসে নিয়ে যাওয়া হয় তাঁকে।
শর্ট সার্কিট থেকেই তাঁবুতে আগুন ধরে যায় বলে প্রাথমিক তদন্তের পর ধারণা পুলিশের। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে জানা যায়নি। এ দিন অগ্নিকাণ্ডে তিন-তিনটি তাঁবু পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে হতাহতের খবর নেই। প্রাণে বাঁচতে তাঁবুর মধ্যেই চশমা, মোবাইল ফোন এবং দরকারি জিনিসপত্র ফেলে বেরিয়ে গিয়েছিলেন লালজি ট্যান্ডন। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে সেগুলিও।
আরও পড়ুন: লাইভ: যন্তরমন্তরে ধর্নামঞ্চে মমতা, মোদিকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, বললেন শরদ যাদব
আরও পড়ুন: বর্তমান রাফাল চুক্তি ২.৮ শতাংশ সস্তা! সিএজি রিপোর্ট ঘিরে সংসদে ঝড়
ধূমধাম করে এ বছর কুম্ভমেলার আয়োজন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারি কোষাগার থেকে ব্যয় করেছেন কোটি কোটি টাকা। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুরু থেকেই প্রশ্নের মুখে পড়েছে তাঁর সরকার। এখনও পর্যন্ত ৬-৭টি অগ্নিকাণ্ড ঘটেছে কুম্ভমেলায়। এর আগে সেক্টর ১৩তেও অগ্নিকাণ্ড ঘটেছিল। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পুড়ে ছাই হয়ে গিয়েছিল একাধিক তাঁবু।
(দেশজোড়া ঘটনার বাছাই করা সেরাবাংলা খবরপেতে পড়ুন আমাদের দেশ বিভাগ।)