আস্ত মাছ নিয়ে তেজস্বী যাদবের বাড়ির সামনে আরজেডি সমর্থকরা। মঙ্গলবার, পটনায়। ছবি: পিটিআই
যেন আগে থেকেই তৈরি ছিলেন আরজেডি সমর্থকরা। ভোটের প্রাথমিক ফলে দেখা যাচ্ছিল এগিয়ে রয়েছে আরজেডি। আর সেই কারণেই শুভেচ্ছা ভেট হিসাবে মাছ নিয়ে তাঁরা হাজির হলেন সকাল সকাল। হ্যাঁ, ফুল বা মিষ্টি নয়, শুভ দিন উপলক্ষে মাছ ভেট দেওয়াই নাকি রীতি, তাই সমর্থকরা হাজির হলেন এই উপহার নিয়ে। তাঁরা বললেন, ভোটের ফল আরও ভাল হবে তেজস্বী যদি এই মাছের দিকে একবার তাকান। কারণ, মাছ ভাগ্য ফেরাতে পারে। সমর্থকদের বিশ্বাস মাছের দিকে দেখলে মানুষের ভাগ্য ফেরে, ফিরবে তেজস্বীরও।
একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, সমর্থকরা মাছ নিয়ে হাজির হয়েছেন তেজস্বীর কাছে। সাংবাদিকরা প্রশ্ন করাতে তাঁরা জানিয়েছেন, বিহারের স্থানীয় বিশ্বাসে মনে করা হয় মাছ শুভ। সেই কারণেই আগে থেকে পরিকল্পনা করে এমন একটি ভেট নিয়ে তেজস্বীর কাছে তাঁরা এসেছেন, যাতে ভোটের ময়দানে আরজেডি সুপ্রিমোর ভাগ্য সহায় হয়।
এই প্রথা কিন্তু নতুন নয়, ২০১৫ সালেও এমনই একটি ভেট নাকি গিয়েছিল তেজস্বীর কাছে। সমর্থকরা ভোটের ফলের দিন এ ভাবেই মাছ নিয়ে গিয়েছিলেন। যদিও এবারে ভোটের ফলে এর প্রভাব পড়েছে, তেমন কথা কেউ বলতে পারবে না। ২০১৫ সালে মহাজোট জয় পেলেও, এ বারে মাছ দেখেও ফল তেজস্বী নিজেদের পক্ষে আনতে পারবেন, এমন বলার উপায় কোথায়?
আরও পড়ুন: লাইভ: বিহারে একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি, নীতীশের দল তিন নম্বরে
আরও পড়ুন: বিহারে বহু কেন্দ্রে ব্যবধান ৫ থেকে ৫০০! সুতোয় ঝুলছে প্রার্থীদের ভাগ্য