ছবি- এএফপি
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। রজৌরি জেলায় শনিবার পাক মর্টার হানায় প্রাণ হারালেন এক সেনা জওয়ান। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র জানিয়েছেন, নিহত জওয়ান ল্যান্সনায়েক সন্দীপ থাপা (৩৫)-র বাড়ি দেরাদুনে। রজৌরির নৌশেরা সেক্টরে পাক গোলবর্ষণে তাঁর মৃত্যু হয়েছে।
সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, কোনও কারণ ছাড়াই নিয়ন্ত্রণরেখার ও-পার থেকে শনিবার সকাল সাড়ে ৬টা নাগাদ মর্টার ও গুলি ছুড়তে শুরু করে পাক সেনাবাহিনী। তাতেই প্রাণ হারান ল্যান্সনায়েক থাপা।
ওই ঘটনার পর অবশ্য গোলাবর্ষণ শুরু করে ভারতীয় সেনাবাহিনীও। দু’পক্ষের মধ্যে গুলিগোলা এখনও চলছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর। তবে পাক বাহিনীর কতটা কী ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
আরও পড়ুন- কাশ্মীর ‘আজাদ’ করতে বাংলাতেও লড়াইয়ের ডাক আল কায়দার
আরও পড়ুন- স্ত্রী ফিদায়েঁ জঙ্গি, বিস্ফোরণ ঘটাতে চায়, বিমানবন্দরে ফোন করে সতর্কবার্তা স্বামীর, তার পর…