ভাঁওয়ারি দেবী বেঁচে, কোর্টে দাবি বান্ধবীর

রাজস্থানের মন্ত্রী মহীপাল মাদেরনার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হওয়ার পরই নিখোঁজ হয়ে গিয়েছিলেন ভাঁওয়ারি দেবী।

Advertisement

সংবাদ সংস্থা

জোধপুর শেষ আপডেট: ১১ জুন ২০১৭ ০৩:০০
Share:

ছবি: সংগৃহীত।

যে ভাঁওয়ারি দেবীকে খুনের দায়ে রাজস্থানের এক মন্ত্রী-সহ ১৬ জন জেল খাটছেন, তিনি এখনও দিব্যি বেঁচে! আদালতে তাঁর বান্ধবীর এই দাবিতে চা়ঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

রাজস্থানের মন্ত্রী মহীপাল মাদেরনার সঙ্গে তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ফাঁস হওয়ার পরই নিখোঁজ হয়ে গিয়েছিলেন ভাঁওয়ারি দেবী। তদন্তের পরে সিবিআই জানায়, প্রমাণ লোপের জন্য পেশায় আয়া এই মহিলাকে অপহরণ করে খুন করা হয়েছে। ৬ বছর আগের এই ঘটনায় মন্ত্রী মাদেরনা-সহ ১৬ জন এখনও জেলে। গত শনিবার মধ্যপ্রদেশের দেওয়াস থেকে পুলিশ সেই মামলার অন্যতম প্রধান আসামি, ভাঁওয়ারি দেবীর বন্ধু ইন্দিরা বিশনোইকে গ্রেফতার করে। শনিবার আদালতে ইন্দিরা দাবি করেন, সিবিআই ঠিক বলেনি। খাল থেকে তারা যে হাড়গোড় উদ্ধার করেছে, তা-ও অন্য কারও। ভাঁওয়ারি আজও বেঁচে। বেঙ্গালুরুতে থাকেন তিনি।

তদন্তে সিবিআই জানিয়েছিল, ইন্দিরাকে দিয়ে ডাকিয়ে মন্ত্রীর দলবল প্রথমে ভাঁওয়ারিকে তুলে নিয়ে যায়। তার পরে বছর ৩৬-এর এই আয়াকে খুন করে একটি দুষ্কৃতী দলের হাতে দেহটি তুলে দেওয়া হয়। তারা দেহটি জ্বালিয়ে খালে তার অবশেষ ফেলে দেয়। ইন্দিরা তখন থেকেই ফেরার ছিলেন। গত শনিবার দেওয়াসে একটি ভিক্ষুক দলের মধ্য থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই ক’বছর কোনও মোবাইল ফোন ব্যবহার করেননি ইন্দিরা। কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টও খোলেননি। কিন্তু এ দিন আদালতে তাঁর দাবিতে সকলেই বিস্মিত। এক আইনজীবীর দাবি, ভাঁওয়ারি দেবীর মৃত্যুর বিষয়ে সিবিআই সুনির্দিষ্ট ফরেন্সিক প্রমাণ দিতে পারেনি। তাই ইন্দিরা বিশনোইয়ের দাবিও খতিয়ে দেখা দরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement