Extra Marital Affair

ভারতের কোন শহরের মহিলারা বিবাহ বহির্ভূত সম্পর্কে সবথেকে এগিয়ে?

এরকম আরও অনের বিষয়েই দেশের সেরা এই শহর। সম্প্রতি আরও একটি কারণেও দেশের সমস্ত শহরকে পিছনে ফেলেছে সে।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ০৫ মে ২০১৯ ১৭:০৮
Share:

প্রতীকী ছবি শাটারস্টকের সৌজন্যে।

তথ্যপ্রযুক্তির বিচারে দেশের সেরা শহর হিসাবে গণ্য করা হয় বেঙ্গালুরুকে। দেশের প্রথম মাল্টি ন্যাশনাল কর্পোরেশনের অফিসও হয়েছিল এই শহরে। এরকম আরও অনের বিষয়েই দেশের সেরা এই শহর। সম্প্রতি আরও একটি কারণেও দেশের সমস্ত শহরকে পিছনে ফেলেছে সে।

Advertisement

একটি ডেটিং সাইটের দেওয়া তথ্য অনুসারে, বিবাহ বহির্ভূত সম্পর্কে সবথেকে বেশি আগ্রহী বেঙ্গালুরুর বাসিন্দারা। এ ব্যাপারে তারা পিছনে ফেলেছে ভারতের বাকি সব শহরকে। ওই ডেটিং সাইটের দেওয়া তথ্য অনুসারে প্রায় ১ লক্ষ ৩৫ হাজার বেঙ্গালুরুবাসী বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত। তাদের মধ্যে রয়েছেন প্রায় ৪৩ হাজার ২০০ জন মহিলা ও ৯১ হাজার ৮০০ জন পুরুষ। যা দেশের মধ্যে সর্বোচ্চ। তবে অন্যান্য শহরে এই সংখ্যাটা কী রকম তা অবশ্য জানায়নি ওই সংস্থা। তবে তারা এ ব্যাপারে এগিয়ে যে বেঙ্গালুরুই তা তারা নিশ্চিত করেছেন।

ওই ডেটিং সংস্থার রিপোর্ট বলছে, বাঁধাধরা সম্পর্কের বাইরে গিয়ে স্বাধীনতা ও উত্তেজনার খোঁজেই তাঁদের সাইটে নিজেদের নথিভূক্ত করিয়েছেন প্রায় ৪৩ হাজার মহিলা। ওই সংস্থার মার্কেটিং স্পেশালিস্ট এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘এটা খুব ভুল হবে না, যদি বেঙ্গালুরুকে ভারতের ইনফিডেলিটি ক্যাপিটাল হিসাবে চিহ্নিত করা হয়।’’

Advertisement

ওই ডেটিং সাইটের মাধ্যমে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত এক মহিলা বলেছেন, ‘‘সম্পর্কের এক ঘেয়েমি কাটাতে আমি ওই ডেটিং সাইটে নথিভুক্ত করি। ওই সম্পর্কের পর পরিবারের সঙ্গে আমার সম্পর্কের আরও উন্নতি হয়েছে।’’

আরও পড়ুন: স্ত্রী-সন্তানের সামনেই দাদাকে গুলি করে খুন করল ভাই!

আরও পড়ুন: পাত্রী জুটছে না! পুলিশের দ্বারস্থ আড়াই ফুটের এই যুবক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement