Wolf Dog

৫০ কোটি টাকা খরচ করে ‘উল্‌ফডগ’ কিনলেন বেঙ্গালুরুর যুবক! কেন এত দাম?

দ্য সান-কে সতীশ জানিয়েছেন, কুকুর পোষাই তাঁর শখ। আর তিনি চেয়েছিলেন ভারতে এমন এক কুকুর নিয়ে আসবেন, যা সাড়া ফেলে দেবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৭:১২
Share:
নেকড়েকুকুর। ছবি: সংগৃহীত।

নেকড়েকুকুর। ছবি: সংগৃহীত।

৫০ কোটি টাকা ব্যয় করে বিশ্বের দামি কুকুর কিনে সাড়া ফেলে দিলেন বেঙ্গালুরুর এক যুবক। নিউ ইয়র্ক পোস্ট-এর প্রতিবেদন বলছে, এস সতীশ নামে এক যুবক বিরল প্রজাতির ‘উল্‌ফডগ’ কিনেছেন। যার নাম ক্যাডাবম্‌স ওকামি।

Advertisement

দ্য সান-কে সতীশ জানিয়েছেন, কুকুর পোষাই তাঁর শখ। আর তিনি চেয়েছিলেন ভারতে এমন এক কুকুর নিয়ে আসবেন, যা সাড়া ফেলে দেবে। সতীশ জানিয়েছেন, তাঁর ১৫০ প্রজাতির কুকুর রয়েছে তাঁর কাছে। তবে নেকড়েকুকুর তাঁর কাছে ছিল না। অনেক দিন ধরেই লক্ষ্য ছিল বিশ্বের দামি কুকুর কিনবেন। সেই শখ পূরণও করলেন ৫০ কোটি টাকা খরচ করে।

সতীশ যে কুকুরটি কিনেছেন সেটির জন্ম আমেরিকায়। ককেশিয়ান শেপার্ড এবং নেকড়ের মিশ্র জাতের এই কুকুরটিকে ফেব্রুয়ারিতে কেনেন সতীশ। কুকুরটির বয়স আট মাস। ওজন ৭৫ কেজি। প্রতি দিন ৩ কেজি কাঁচা মাংস খায় সেটি। এই প্রজাতির কুকুর অত্যন্ত শক্তিশালী, সাহসী। দেখতে হুবহু নেকড়ের মতো। এই প্রজাতির কুকুর আগে কখনও বিক্রি হয়নি। এই প্রথম বিক্রি হল বলেই জানা গিয়েছে। সাত একর জায়গা জুড়ে রয়েছে সতীশের পোষ্য কুকুরদের জন্য ঘর। সেখানে নানা প্রজাতির কুকুর রয়েছে। ১০ ফুট উঁচু পাঁচিল দিয়ে ঘেরা সেই জমি। সব সময় সিসিটিভির নজরদারিতে রয়েছে ওই জায়গা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement