Allegedly Filming Porn

বৈধ পাসপোর্ট নেই, ভারতে প্রবেশ করে পর্নোগ্রাফি শুট! গ্রেফতার বাংলাদেশি তরুণী-সহ তিন

পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের সীমান্তবর্তী এলাকায় মাঝেমধ্যেই বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ উঠছে। সেই চক্রের সঙ্গে এই বাংলাদেশি তরুণীর কোনও যোগ আছে কি না, সে দিকও তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৯
Share:
Bangladeshi woman and two others arrested in Guwahati

বৈধ পাসপোর্ট ছাড়াই ভারতে প্রবেশ করে পর্নোগ্রাফি শুট করে গ্রেফতার এক বাংলাদেশী তরুণী। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

হোটেলের ঘরে পর্নোগ্রাফি শুট করার অভিযোগ উঠল গুয়াহাটিতে। গোপন সূত্রে খবর পেয়ে সেই হোটেলে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছেন ২২ বছর বয়সি এক বাংলাদেশি তরুণী।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুয়াহাটির সুপার মার্কেট এলাকার একটি হোটেল থেকে সোমবার তিন জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে দু’জন স্থানীয় বাসিন্দা হলেও এক তরুণী বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হোটেলে অশ্লীল ভিডিয়ো বানাচ্ছিলেন। কী ভাবে এবং কেন ওই তরুণী ভারতে এসেছেন, তা এখনও স্পষ্ট নয়। ধৃতদের জেরা করে সেই তথ্যের অনুসন্ধান করছে পুলিশ।

অভিযোগ, বাংলাদেশি ওই তরুণীর কাছে বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল না। ভারতে চাকরি করার মিথ্যে গল্প ফেঁদেছিলেন তিনি। ভারতে আসার পর গুয়াহাটিতে ধৃতদের সঙ্গে কী ভাবে আলাপ হল তাঁর? ওই চক্রের নেপথ্যে আরও কোনও বড় মাথা আছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Advertisement

পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অসমের সীমান্তবর্তী এলাকায় মাঝেমধ্যেই বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টার অভিযোগ উঠছে। সম্প্রতি দিল্লি, মহারাষ্ট্র থেকেও পুলিশি অভিযানে ধরা পড়ছেন অবৈধ বাংলাদেশি অভিবাসীরা। তাঁদের থেকে পাওয়া যাচ্ছে জাল নথিপত্র। পুলিশের সন্দেহ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জন্য নথি জাল করার একটি চক্র সক্রিয় রয়েছে। সেই চক্রের সঙ্গে এই বাংলাদেশি তরুণীর কোনও যোগ আছে কি না, সে দিকও তদন্ত করে দেখছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement