রজত সিংহ
বারাণসীতে প্রতিবাদী বহু পড়ুয়াকে গ্রেফতারের প্রতিবাদে সমাবর্তনে স্নাতকোত্তর শংসাপত্র নিলেন না বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ছাত্র রজত সিংহ। আজ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে মঞ্চে উঠলেও ইতিহাসের স্নাতকোত্তর রজত শংসাপত্র নেননি। যে অধ্যাপক শংসাপত্র দিচ্ছিলেন, তাঁকে এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দেন তিনি।
পরে এক বিবৃতিতে রজত জানান, যে ভাবে ছাত্রদের গ্রেফতার করা হয়েছে তার প্রতিবাদে, সিএএ-র মতো সাম্প্রদায়িক এবং দেশে বিভাজনকারী আইনের প্রতিবাদে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি বারাণসীতে ৭০ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে অনেকেই এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রজতের কথায়, ‘‘যে পড়ুয়ারা আজ জেলে, তাঁদের অনেকেরই এই সমাবর্তনে ডিগ্রি পাওয়ার কথা ছিল। অথচ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কোনও হেলদোল নেই। আমি এই মনোভাবেরও প্রতিবাদ করছি।’’ নাগরিকত্ব আইন এবং এনআরসি-র