ফাইল চিত্র।
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে ছাত্র পেটানোর ঘটনায় তদন্তের নির্দেশ দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
রবিবার রাতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ। পড়ুয়াদের অভিযোগ তো ছিলই, পাশাপাশি ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ছাত্রীরাও যে পুলিশের হাত থেকে নিষ্কৃতি পাননি, ওই ভিডিওয় তা দেখা যায়।
ওই ভিডিওটি প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে হইচই পড়ে গিয়েছে। ঘটনার সমালোচনা মন্তব্য করেছে বিরোধী দলগুলিও। এর পরেই তদন্তের নির্দেশ দেন যোগী। ওই ভিডিও-র সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। ক্যাম্পাসের ভিতরেই রাতে হেঁটে নিজের হস্টেলে ফিরছিলেন প্রথম বর্ষের এক ছাত্রী। অভিযোগ, তখনই বাইকে বহিরাগত তিন জন ক্যাম্পাসে ঢুকে ওই ছাত্রীর শ্লীলতাহানি করে চম্পট দেয়। কিছু দূরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা কার্যত দর্শকের ভূমিকায় ছিলেন বলে অভিযোগ। এই অভিযোগ জানানোয়। হস্টেল কর্তৃপক্ষ অত রাতে কেন ফিরেছেন, সেই কৈফিয়ত চান ওই ছাত্রীর কাছে।
আরও পড়ুন: পুলিশের লাঠিতে উত্তাল বিএইচইউ
এতেই ক্ষেপে যান পড়ুয়ারা। ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে ধর্নায় বসেন তাঁরা। শনিবার রাতে পড়ুয়াদের একাংশ উপাচার্যের ঘরে ঢুকতে চান। তখনই পুলিশ তাঁদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে বলে অভিযোগ। এমনকী, মহিলা পুলিশ ছাড়া মহিলা হস্টেলে ঢুকেও লাঠিচার্জ করে পুলিশ।
পুলিশের পাল্টা দাবি, পড়ুয়ারা তাদের লক্ষ্য করে পাথর ছুড়ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই লাঠিচার্জ করা হয়। এই ঘটনায় প্রায় ১ হাজার ২০০ জন পড়ুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।