এই মুহূর্তে ভারতে সঙ্গীতের পরিবেশ নেই। আর তিনি কোনও রাজনীতির সঙ্গেই জড়াতে চান না। দুয়ে মিলে এ দেশে তাঁর সমস্ত অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করলেন প্রবাদপ্রতিম গজল শিল্পী গুলাম আলি। আগামী ৮ নভেম্বর দিল্লিতে শিল্পীর অনুষ্ঠান ছিল। এই ঘোষণার পর সেই অনুষ্ঠানও বাতিল করা হয়েছে।
বুধবার শিল্পী পুত্র আমির জানিয়েছেন, গত মাসে মুম্বইতে শিবসেনার হুমকির জেরে তাঁর বাবা অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছিলেন। তার পরে শিল্পী আর এ দেশে কোনও অনুষ্ঠান করতে চান না। যদিও পরিবেশ স্বাভাবিক হলে তিনি আবার এ দেশে অনুষ্ঠান করতে আসবেন। তাঁর কথায়, ‘‘মুম্বইতে যা হল, তার পর আমরা কোনও ঝুঁকি নিতে চাইছি না। আমরা কোনও ধরনের রাজনীতির সঙ্গে জড়াতে চাইছি না। ভারতে এখন এনেক কিছু ঘটছে। ও দেশে যাওয়ার সঠিক সময় নয় এখন।’’ লাহৌর থেকে সংবাদ সংস্থা পিটিআইকে এ কথা জানিয়েছেন আমির।
গত মাসে মুম্বইতে তাঁর অনুষ্ঠান বাতিলের পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল গুলাম আলিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আগামী ৮ নভেম্বর সেই ডাকে সাড়া দিয়ে গুলাম আলির দিল্লিতে অনুষ্ঠান করার কথা ছিল। পরে আরও একটি অনুষ্ঠান হওয়ার কথা ছিল ৩ ডিসেম্বর। কিন্তু, আমির জানিয়েছেন, ডিসেম্বরের অনুষ্ঠান আদৌ হবে কি না সে ব্যাপারে তাঁরা এখনও নিশ্চিত নন। অরবিন্দ ছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ও শিল্পীকে পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে আমন্ত্রণ জানিয়েছিলেন।
ভিতরে বাইরে চাপের মুখে শাহরুখ ইস্যুতে পিছু হঠলেন কৈলাস