Madhyapradesh

১০০ চেয়ে মিলল ৫০০-র নোট! ‘ক্যাশব্যাক’-এর জল্পনায় তোলপাড় আলিরাজপুর

এটিএমের মাধ্যমে সরকার কালো টাকা ফেরত দিচ্ছে, তাই এটিএম থেকে ১০০-র নোট চাইলে মিলছে ৫০০-র নোট। এমনই একটি গুজবে তোলপাড় হল মধ্যপ্রদেশের আলিরাজপুর।

Advertisement

সংবাদ সংস্থা

মধ্যপ্রদেশ শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮ ১১:৪৩
Share:

একশো টাকা চেয়ে পাঁচশোর নোট বের হতে দেখে হইচই পড়ে যায় এলাকায়। গ্রাফিক্স : তিয়াসা দাস

এটিএমের মাধ্যমে সরকার কালো টাকা ফেরত দিচ্ছে, তাই এটিএম থেকে ১০০-র নোট চাইলে মিলছে ৫০০-র নোট। এমনই একটি গুজবে তোলপাড় হল মধ্যপ্রদেশের আলিরাজপুর।

Advertisement

শুক্রবার আলিরাজপুরের স্থানীয় একটি এটিএম থেকে একশো টাকার বদলে পাঁচশো টাকার নোট বেরোতে শুরু করে। নিমেষে সেই খবর ছড়িয়ে যায় এলাকায়। ভিড় বাড়তে থাকে এটিএমে। পরে স্থানীয় কিছু ব্যক্তি এই ব্যাপারে প্রশাসনকে জানালে ব্যবস্থা নেয় সংশ্লিষ্ট এটিএম প্রদানকারী ব্যাঙ্ক।

ওই এটিএম ব্যাঙ্ক অব ইন্ডিয়ার রঞ্ছোর রাই মার্গ শাখার বলে জানা গিয়েছে। খবর পাওয়ার পরেই ব্যাঙ্কের কর্মীরা গিয়ে সেই এটিএম বন্ধ করে। এটিএমে ১০০ টাকার জন্য নির্দিষ্ট জায়গায় ৫০০ টাকার নোট ভরে রাখাতেই এই ঘটনা ঘটেছে বলে মনে করছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Advertisement

আরও পড়ুন: উপলক্ষ সনিয়া, আজ দিল্লিতে বিরোধী বৈঠকে মমতাও, সবার চোখ আগামিকালের ফলে

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ওই সময়ে এটিএম টাকা যাঁরা তুলেছেন, তাঁদের অনুরোধ করা হবে বাড়তি টাকা ফেরত দেওয়ার জন্য।

আরও পড়ুন: শিশুকে গণধর্ষণ, খোঁজ স্কুলের গাড়িচালকের

এই ঘটনা ঘটার সময়েই আরও গুজব ছড়িয়ে পড়ে যে, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জিতে আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেক দেশবাসীকে ১৫ লক্ষ করে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া নাকি শুরু হয়ে গিয়েছে! তাই নাকি বাড়তি টাকা বেরোচ্ছে এটিএম থেকে!

এর আগে রাজস্থানেও এরকম ঘটনা ঘটেছিল। যদিও সে ক্ষেত্রে ফেরত দিতে হয়েছিল পুরো টাকাটাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement