All India Institute of Medical Sciences

এমস-এ ভর্তি বাজপেয়ী, দেখতে গেলেন মোদী, অমিত, রাহুল

৯৩ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী অনেক দিন ধরেই অসুস্থ। বয়সের জন্য বেশ কিছু দিন ধরেই তিনি শয্যাশায়ী।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ১৪:৩৯
Share:

অটলবিহারী বাজপেয়ী। ফাইল চিত্র।

প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে ভর্তি করা হল দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। হাসপাতাল সূত্রে খবর, সোমবার রুটিন চেক আপের জন্যই প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভর্তি করানো হয়েছে। তবে খুব ভাল নেই তিনি, জানিয়েছেন ডাক্তাররা। বাজপেয়ীর ভর্তি হওয়ার খবর পেয়ে সন্ধ্যায় এমস-এ দেখতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন বিজেপি সভাপতি অমিত শাহ।

Advertisement

এমস-এর ডিরেক্টর, পালমোনোলজিস্ট (ফুসফুস রোগ বিশেষজ্ঞ) রণদীপ গুলেরিয়া জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক পরীক্ষা করা হচ্ছে। সম্পূর্ণ রুটিন চেক আপের জন্যই হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, বেশ কয়েক জন বিজেপি নেতা রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে। বিজেপি সূত্রে জানানো হয়েছে, প্রতি মুহূর্তেই প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার খবর নেওয়া হচ্ছে।

৯৩ বছরের প্রাক্তন প্রধানমন্ত্রী অনেক দিন ধরেই অসুস্থ। বয়সের জন্য বেশ কিছু দিন ধরেই তিনি শয্যাশায়ী।

Advertisement

আরও পড়ুন: গোরক্ষনাথ মন্দিরের কাছে গুলি সেই কাফিল খানের ভাইকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement