অন্ধ্রপ্রদেশে লরি উল্টে মৃত ১৬ শ্রমিক

লরি উল্টে অন্ধ্রপ্রদেশে মৃত্যু হল ১৬ জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। সোমবার সাতসকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব গোদাবরী জেলার গাণ্ডেপল্লিতে ২১৪ নম্বর জাতীয় সড়কের উপর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৫ ১০:০৬
Share:

লরি উল্টে অন্ধ্রপ্রদেশে মৃত্যু হল ১৬ জনের। আহত হয়েছেন বেশ কয়েক জন। সোমবার সাতসকালে দুর্ঘটনাটি ঘটে পূর্ব গোদাবরী জেলার গাণ্ডেপল্লিতে ২১৪ নম্বর জাতীয় সড়কের উপর।

Advertisement

পুলিশ জানিয়েছে, ছাঁইবোঝাই একটি লরি করে ৩৫ জন শ্রমিক গুন্টুর থেকে বিশাখাপত্তনম যাচ্ছিল। গাণ্ডেপল্লির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সেটি। ঘটনাস্থলেই ১৬ জনের মৃত্যু হয়। পূর্ব গোদাবরীর জেলাশাসক অরুণ কুমার জানিয়েছেন, সম্ভবত চালক ঘুমিয়ে পড়ার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। লরিটি উল্টে যাওয়ার পরই ছাঁইয়ের নীচে চাপা পড়ে যান অনেকেই। ঘটনাস্থলে পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে রাজামুন্দ্রি হাসাপাতালে ভর্তি করেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছে প্রশাসন। ঘটনার পর থেকেই পলাতক লরিচালক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement