Assam

Assam Election: অসমে পাঁচ কেন্দ্রে ভোট ৩০ অক্টোবর

গোঁসাইগাঁও, ভবানীপুর, তামুলপুর, মরিয়নি ও থাওরায় ৩০ অক্টোবর হবে ভোট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২১ ০৭:২৩
Share:

প্রতীকী ছবি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন সর্বানন্দ সোনোয়াল। আজ মাজুলির বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। ফলে আজ ওই কেন্দ্র বাদ রেখে অসমের বাকি পাঁচটি কেন্দ্রে উপ-নির্বাচনের দিন ঘোষণা হল। গোঁসাইগাঁও, ভবানীপুর, তামুলপুর, মরিয়নি ও থাওরায় ৩০ অক্টোবর হবে ভোট। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ অক্টোবর। ভোট গণনা হবে ২ নভেম্বর।

Advertisement

বিজেপি পাঁচটি আসনেই জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চাইছে। এ দিকে কংগ্রেসের কাছে অস্তিত্বরক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে উপ-নির্বাচন কারণ কংগ্রেসের মরিয়নি ও থাওরার বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। ইউডিএফের ভবানীপুরের বিধায়কও বিজেপিতে যোগ দিয়ে পদত্যাগ করেন। বাকি দুই কেন্দ্রের বিধায়ক করোনায় মারা গিয়েছেন। এ দিকে, উপ-নির্বাচনের আগেই অখিল গগৈয়ের রাইজর দলকে আরও দুর্বল করে দিয়ে তাদের সমর্থন ত্যাগ করল অসমের ৭০টি সংগঠন। দল ছাড়লেন উপ-সভাপতি টংকেশ্বর মরাণ-সহ অনেকেই। তাদের দাবি, রাইজর দলে অখিলের স্বৈরাচার চলে। কোনও গণতন্ত্র নেই। কারও কথা শোনা হয় না। অখিল সাম্প্রদায়িক নেতাদের সঙ্গে নিয়ে চলছেন। কারও সঙ্গে আলোচনা না করেই তৃণমূল ও কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সমর্থনের প্রস্তাব দিচ্ছেন। নিজের স্বার্থ বাদে আঞ্চলিক শক্তির স্বার্থ দেখছেন না। এ দিকে রাইজর দলের বক্তব্য, কয়েক জন নেতিবাচক চিন্তার ব্যক্তি বেরিয়ে গেলে দল দুর্বল হবে না, দলের মঙ্গলই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement