Assam

Al-Qaeda: আল কায়দা যোগের অভিযোগে ৩৪ জনেরও বেশি যুবককে গ্রেফতার করল অসম পুলিশ

অসম পুলিশের দাবি, আল কায়দা মদতপুষ্ট দলগুলি মৌলবাদ ছড়াতে যুবকদের প্রভাবিত করছে।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২২ ০৯:০৮
Share:

জঙ্গি দমনে অসমে ধরপাকড়। প্রতীকী ছবি।

আল কায়দা জঙ্গিদলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ৩৪ জনেরও বেশি যুবককে গ্রেফতার করল অসম পুলিশ। সে রাজ্যে কয়েকটি নতুন গোষ্ঠী তৈরি হয়েছে, যারা যুবকদের মধ্যে মৌলবাদ ছড়াচ্ছে, পুলিশের পক্ষ থেকে এমন দাবিই করা হয়েছে।

Advertisement

ধরপাকড় প্রসঙ্গে অসমের ডিজিপি ভাস্কর জ্যোতি মহান্ত বলেন, ‘‘আল কায়দার সঙ্গে যুক্ত ৩৪ জনেরও বেশি ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এই ধরনের চক্রান্তকে কখনই সফল হতে দেবে না অসম পুলিশ।”

Advertisement

তিনি আরও বলেছেন, ‘‘অসমে বিভিন্ন ধরনের গোষ্ঠী রয়েছে। কয়েকটি নতুন গোষ্ঠীর নামও উঠে এসেছে। অসমের বাইরে সম্প্রতি বাংলাদেশ থেকে চক্রান্ত করা হচ্ছে। মৌলবাদ ছড়াতে আল কায়দা মদতপুষ্ট দলগুলি যুবকদের প্রভাবিত করছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement