Flood

চোখ রাঙাচ্ছে ব্রহ্মপুত্র, অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি, মৃত বেড়ে ১১

অসমের ৩৩টি জেলার মধ্যে ৩১টিতেই প্রবল বৃষ্টি চলছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি বরাপেটায়।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৯ ১৮:৫৭
Share:

অসমে বন্য়া পরিস্থিতির অবনতি, ছবি: পিটিআই

বৃষ্টি থামার লক্ষণ নেই। সময় যত গড়াচ্ছে ততই বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে অসমে। বিপদ আরও বাড়িয়েছে ব্রহ্মপুত্র। সোমবারই বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে ওই নদী। বন্যার জেরে মৃতের সংখ্যাও বেড়ে এ দিন ১১ ছুঁয়েছে। সব মিলিয়ে, রাজ্যের প্রায় সাড়ে ২৬ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় নদী কমিশনের কর্তা সাদিকুল হকের কথায়: ‘‘গুয়াহাটিতে প্রতি ঘণ্টায় অন্তত ২ থেকে ৩ সেন্টিমিটার করে বাড়ছে ব্রহ্মপুত্রের জলস্তর। এই নদীই এখন আশঙ্কার কারণ হয়ে উঠছে।’’

Advertisement

অসমের ৩৩টি জেলার মধ্যে ৩১টিতেই প্রবল বৃষ্টি চলছে। সবচেয়ে খারাপ পরিস্থিতি বরাপেটায়। সেখানকার ৭ লক্ষেরও বেশি মানুষ বন্যার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। মরিগাঁওতে সাড়ে ৩ লক্ষ মানুষ বন্যার কোপে পড়েছেন। ধুবড়িতেও সমসংখ্যক মানুষ বন্যার কবলে। ক্ষতির মুখে পড়েছে কাজিরাঙা ন্যাশনাল পার্কও। প্রবল বৃষ্টির ধাক্কায় বেসামাল মেঘালয়ও।

অসমের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। বন্যা মোকাবিলায় অসমকে সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন : কর্নাটকে আস্থা ভোট বৃহস্পতিবার, পুলিশি নিরাপত্তা চাইলেন বিক্ষুব্ধরা

আরও পড়ুন : তিহাড় জেলে ট্যারো কার্ড দেখা শিখছেন স্বামী খুনে অভিযুক্ত কংগ্রেস নেতা এনডি তিওয়ারির পুত্রবধূ​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement