National News

জোড়া ভূমিকম্পে কাঁপল অসম-সহ উত্তর পূর্ব ভারত, ক্ষয়ক্ষতির খবর নেই

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার সকাল ন’টা ১৭ মিনিটে প্রথম কেঁপে ওঠে। আতঙ্কে অনেকেই বাইরে বেরিয়ে বেরিয়ে আসেন। এর চার মিনিট পর ন’টা ২১ মিনিটে ফের মৃতু কম্পন বুঝতে পারেন অনেকেই।

Advertisement

সংবাদ সংস্থা

গুয়াহাটি শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:২৮
Share:

ভূমিকম্পে কাঁপল অসম-সহ উত্তর-পূর্ব ভারত। —প্রতীকী ছবি

মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল অসম-সহ উত্তর পূর্ব ভারত। মঙ্গলবার সকাল নটা নাগাদ পর পর দু’টি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৭। কেন্দ্রস্থল অসমের বরপেটা জেলায়। কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

Advertisement

আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার সকাল ন’টা ১৭ মিনিটে প্রথম কেঁপে ওঠে। আতঙ্কে অনেকেই বাইরে বেরিয়ে বেরিয়ে আসেন। এর চার মিনিট পর ন’টা ২১ মিনিটে ফের মৃতু কম্পন বুঝতে পারেন অনেকেই।

জোড়া ভূমিকম্পের জেরে বরপেটা ছাড়াও গুয়াহাটি, ডিব্রুগড়, তিনসুকিয়া, কোকরাঝাড়-সহ বিস্তীর্ণ অঞ্চলে কেঁপে ওঠে। এছাড়া মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডেও বেশ কিছু জায়গায় কম্পন টের পাওয়া যায়। আতঙ্ক ছড়ালেও এখনও পর্যন্ত কোথাও থেকে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে অসম রাজ্য প্রশাসন।

Advertisement

আরও পড়ুন: হিমাচলে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ রুরকি আইআইটির ৩৫ ছাত্র সহ ৪৫ জন, উদ্বেগে পরিজনরা

আরও পড়ুন: ব্যাঙ্কের ৫,৩৮৩ কোটি টাকা হাতিয়ে এ বার গুজরাতের ব্যবসায়ী নাইজেরিয়ায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement