Himanta Biswa Sarma on Hindutva

হিন্দুত্বের অনুশীলনের ডাক অসমের হিমন্তের

তিনি হিন্দুত্ব এবং ‘ভারত-সভ্যতা’র সঙ্গে বিজেপির ‘যোগসূত্র’ দাবি করে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ০৬:৪৫
Share:

ভবিষ্যৎ প্রজন্মের জন্য ‘হিন্দুত্বের অনুশীলনে’ জোর দেওয়ার ডাক দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কলকাতায় রবিবার একটি অনুষ্ঠানে এসে হিমন্ত উপমহাদেশের রাজনৈতিক এবং ধর্মীয় ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিয়ে বিরোধীদের কটাক্ষও করেছেন।

বড়বাজারে স্বামী প্রদীপ্তানন্দের (কার্তিক মহারাজ) সম্মানে একটি অনুষ্ঠান আয়োজিত হয়। সেখানে যোগ দিয়েই বিজেপি নেতা হিমন্ত বলেছেন, “আগামী প্রজন্মকে হিন্দুত্বের অনুশীলনের মধ্যে দিয়ে বেড়ে উঠতে হবে। এই ভাবেই হিন্দুত্বের প্রসার হবে।” এই সূত্রেই তিনি হিন্দুত্ব এবং ‘ভারত-সভ্যতা’র সঙ্গে বিজেপির ‘যোগসূত্র’ দাবি করে কটাক্ষ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁদের নাম উল্লেখ করে হিমন্ত এ দিন বলেন, “ওঁদের ইতিহাস কত দিনের জিজ্ঞাসা করা হলে, ওঁরা বলবেন তা ৩০, ৫০ বা ১০০ বছরের। আর আমাদের ইতিহাস পাঁচ হাজার বছরের!”

এই সূত্রেই হিমন্ত এ দিন স্বাধীনতা-পর্বের ইতিহাসও স্মরণ করেছেন। তাঁর কথায়, “স্বাধীনতার সময়ে একটি দেশ ইসলামিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা চাইলে হিন্দু-রাষ্ট্র বলে পরিচয় দিতে পারতাম। কিন্তু আমাদের বিশ্বাস, দেশের সবাই একই পরমাত্মার সন্তান। তাই আমরা ধর্মনিরপেক্ষতা ও সর্বধর্মের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন