ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির অসমের ক্যাডেট অবিনাশ ছেত্রী সেরার শিরোপা ছিনিয়ে রাষ্ট্রপতি স্বর্ণপদক পেলেন।
তিনি এ বার ‘পাসিং আউট’ প্যারাডে নেতৃত্ব দেন। এর আগে ২০০৮ সালে উত্তর-পূর্ব থেকে ওই সম্মান পেয়েছিলেন মণিপুরের ইয়ুমনাম রমেন সিংহ।
মেধা, সক্ষমতা, শৃঙ্খলায় সেরা হওয়ার পাশাপাশি সেরা অল রাউন্ড ক্যাডেটের স্বর্ণপদকও পাচ্ছেন অবিনাশ। এ বার প্রশিক্ষণ নিয়েছেন ৩১২ জন। তাঁদের মধ্যে ভুটান, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি, সুদান, তাজাকিস্তান, কিরঘিজস্তান ও টোঙ্গার জওয়ানরাও ছিলেন। ১৯৯৫ সালে জন্মানো অবিনাশ দিল্লির ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সহকারী অধিকর্তা তথা সদ্য পুলিশ মেডেল পাওয়া পূর্ণবাহাদুর ছেত্রীর ছেলে। তাঁর বাড়ি তেজপুরে। অসমের বিভিন্ন কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ার পরে অবিনাশ দেহরাদুনের রাষ্ট্রীয় ইন্ডিয়ান মিলিটারি কলেজ থেকে স্নাতক হন। সেখান থেকেই যোগ দেন এনডিএতে। প্রশিক্ষণকালে বক্সিং, অ্যাথলেটিক্স ও ফায়ারিংয়েও প্রথম হয়ে সোনার মেডেল পেয়েছিলেন অবিনাশ। শিখে নিয়েছেন আরবি ভাষা। জাপানের ইয়োকোসুকাতেও বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসেছেন। অবিনাশের ভাইও এনডিএতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অরুণাচলপ্রদেশের জিরোর বাসিন্দা ক্যাপ্টেন লিগাং কবিং লাচিত বরফুকন পুরস্কার পেয়েছেন।