অশ্বিন সুন্দর ও নিবেদিতা।
গাড়িই ছিল ধ্যানজ্ঞান, আর শেষমেশ গাড়িই কাল হল তাঁর। শুক্রবার মধ্যরাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ভারতের অন্যতম রেসিং চ্যাম্পিয়ন অশ্বিন সুন্দর ও তাঁর স্ত্রী নিবেদিতার। চেন্নাইয়ের পট্টিনাক্কম এলাকার কাছে সন্তোম হাই রোডের কাছে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার সময় বছর সাতাশের অশ্বিন নিজেই তাঁর বিএমডব্লিউ গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ সূত্রের খবর। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী নিবেদিতা (২৬)। রাজা আন্নামালাইপুরমে এক বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটেছে।
সেই-গাড়ি: দুর্ঘটনার পরে। শনিবার চেন্নাইয়ে। ছবি: পিটিআই।
শুক্রবার গভীর রাতে সন্তোম হাই রোডের উপরে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় তাঁদের গাড়িতে। প্রত্যক্ষদর্শীদের কথায়, দাউ দাউ করে আগুন জ্বলছিল। যার ফলে গাড়ির ভিতরের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। দমকল এসে কিছু ক্ষণের মধ্যেই আগুন আয়ত্তে আনে। দমকল কর্মীরা জানিয়েছেন, আগুনের তীব্রতা এতটাই ছিল যে ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তা বোঝা সম্ভব ছিল না। আগুন নেভার পর তাঁরা ভিতরে এক মহিলার পা আটকে থাকতে দেখেন। চালকের আসনের দিকটাও একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছিল। দেহ এতটাই পুড়ে গিয়েছিল যে প্রাথমিক ভাবে শনাক্ত করা মুশকিল হয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ। পরে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে তাঁদের চিহ্নিত করা হয়।
জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রেসার ছিলেন অশ্বিন। ২০১৩ ও ১৪ সালে জাতীয় স্তরে ফর্মুলা ৪ চ্যাম্পিয়নশিপ জেতেন তিনি। আন্তর্জাতিক স্তরে এমআরএফ ফর্মুলা ১৬০০-র শিরোপাও পেয়েছিলেন। স্ত্রী নিবেদিতা ছিলেন একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। অশ্বিনের মৃত্যুতে টুইট করে দুঃখপ্রকাশ করেছেন রেসার করুণ চন্দক-সহ আরও অনেকেই।