দুধ সাদা ঝা চকচকে সেডান গাড়ি। গাড়ির গায়ে বাহারি নকসা করে লাল গোলাপ সাঁটানো। যেন কোনও বিয়ের অনুষ্ঠানের জন্য ফুল দিয়ে সাজানো গাড়ি। কিন্তু না। ভুল ভাঙবে কিছু মুহূর্ত পরেই। এটা কোনও বিয়ের গাড়ি নয়।
কিন্তু ঘটনাটি ভারী অদ্ভুত। সেই নামী গাড়ির পিছনের সিটে বসে রয়েছেন ড্রাইভারের পোশাক পরা এক ব্যক্তি। আর চালকের আসনে রয়েছেন স্যুট-বুট পরা একজন।
অবাক হচ্ছেন? বিষয়টা একটু জটিল বোধ হচ্ছে? তবে ঘটনাটা না হয় একটু খুলেই বলা যাক। দীর্ঘ দিন ধরে মহারাষ্ট্রের আকোলার জেলাশাসক জি শ্রীকান্তের গাড়ির চালক ছিলেন দিগম্বর থাক। সে দিন ছিল তাঁর অবসরের দিন। কিন্তু ফেয়ারওয়েলের দিনটিতে উপহার ছিল একেবারে অন্য রকম। অফিসের ফেয়ারওয়েল অনুষ্ঠানে দিগম্বরকে জেলাশাসক সাহেব নিয়ে গেলেন নিজে গাড়ি চালিয়ে।
একটি সাক্ষাৎকারে জি শ্রীকান্ত বলেন, ‘‘৫৮ বছরের দিগম্বর তাঁর দীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনে এখনও পর্যন্ত ১৮ জন জেলাশাসকের গাড়ি চালিয়েছেন। আমাদের নির্দিষ্ট জায়গায় সঠিক সময়ে পৌঁছে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। তাই আমি তাঁকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম এবং বিশেয দিনটিকে আরও স্পেশ্যাল করে তুলতে চেয়েছিলাম।’’
আরও পড়ুন...
চ্যানেল বন্ধের নির্দেশ! জরুরি অবস্থার অভিযোগ