Arvind- Akhilesh

দিল্লিতে আপ-মঞ্চে অখিলেশ

নির্ভয়া ঘটনার দ্বাদশ বর্ষে দিল্লিতে এক মঞ্চে উপস্থিত হলেন আপের প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং এসপি-র প্রধান অখিলেশ যাদব।নির্ভয়ার স্মরণে ‘মহিলা আদালত’ অনুষ্ঠানে কেজরীওয়ালের সঙ্গে ছিলেন অখিলেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪ ০৬:২৬
Share:

দিল্লিতে এক মঞ্চে আপের প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং এসপি-র প্রধান অখিলেশ যাদব। —ফাইল চিত্র।

বছর ঘুরলেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে নির্ভয়া ঘটনার দ্বাদশ বর্ষে আজ দিল্লিতে এক মঞ্চে উপস্থিত হলেন আপের প্রধান অরবিন্দ কেজরীওয়াল এবং এসপি-র প্রধান অখিলেশ যাদব।

Advertisement

আজ নির্ভয়ার স্মরণে ‘মহিলা আদালত’ অনুষ্ঠানে কেজরীওয়ালের সঙ্গে ছিলেন অখিলেশ। দিল্লির বড় অংশে উত্তরপ্রদেশের মানুষেরা বাস করেন। অখিলেশের নিজস্ব ভোটব্যাঙ্ক যাদব ও মুসলিম সমাজ। অখিলেশকে পাশে বসিয়ে পরোক্ষে সেই ভোট চাইলেন কেজরীওয়াল। আপ-মঞ্চে অখিলেশকে দেখে রীতিমতো বিস্মিত কংগ্রেস।

এ দিকে, দিল্লির ৭০টি কেন্দ্রের প্রাথমিক তালিকা তৈরির কাজ শেষ করে উঠতে পারেনি বিজেপি। এক বিজেপি নেতার কথায়, ‘‘প্রতি কেন্দ্র পিছু তিন জন করে প্রার্থীর নাম জমা পড়ার কথা। যার ভিত্তিতে এক জনকে প্রার্থী হিসেবে বেছে নেবেন শীর্ষ নেতৃত্ব। এখনও তিন জনের নামই চূড়ান্ত করে পাঠাতে পারেনি রাজ্য নেতৃত্ব।’’ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, দিল্লিতে বিজেপির ছন্নছাড়া অবস্থা স্পষ্ট। সূত্রের মতে, চলতি সপ্তাহে শীতকালীন অধিবেশন শেষ হলে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজে হাত দেবে দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement