কেন্দ্রীয় অথমন্ত্রী অরুণ জেটলি।
যা বাতিল করা হয়েছে, তার পুরোটাই নতুন চেহারায় ফিরে আসছে না বাজারে!
তার মানে, প্রধানমন্ত্রীর নোট-বাতিলের ‘ফতোয়া’র জেরে বাজার থেকে যে পরিমাণ বা যে মূল্যের পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোট তুলে নেওয়া হয়েছে, সেই মূল্য বা পরিমাণের নতুন ৫০০ আর ১০০০ টাকা নোট বাজারে ছাড়বে না সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি শনিবার এই ইঙ্গিত দিয়েছেন।
আরও পড়ুন- বাতিল নোট যত খুশি জমা! কেউ ধরবে না রাজনৈতিক দলগুলিকে
জেটলি বলেছেন, ‘‘মোট ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের পুরনো নোট বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। তবে সম মূল্যের নতুন ডিজিট্যাল নোট এখনই বাজারে ছাড়া হবে না।’’ সরকারি সূত্রের খবর, গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন পুরনো নোট-বাতিলের ঘোষণা করেন, সেই সময় বাজারে চালু ছিল পুরনো ৫০০ টাকার ১ কোটি ৭১ লক্ষ ৬৫ হাজার নোট। আর পুরনো ১০০০ টাকার নোট বাজারে ছিল ৬৮ লক্ষ ৫৮ হাজারটি। ‘ফিকি’র বার্ষিক সাধারণ সভায় দেওয়া তাঁর ভাষণে এ দিন এ কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
ওই সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, ‘‘এটা অত্যন্ত সাহসী পদক্ষেপ। ভারত এই সাহসটা এখন দেখাতে পারে। এমন পরীক্ষা-নিরীক্ষা করার ক্ষমতা এখন ভারতের রয়েছে। বাজারে নগদ টাকার ছড়াছড়ি থেকেই আয়কর ফাঁকি দেওয়ার প্রবণতা বাড়ছিল। ওই ধরনের ঘটনা বাড়ছিল। আর সেই নগদ টাকা সন্ত্রাসবাদী ও অপরাধচক্রকে সাহায্য করছিল।
নতুন নোট দিয়ে বাজারে পুরনো নোটের অভাবটা কি খুব তাডা়তাড়ি মেটানো সম্ভব হবে?
জেটলির আশা, ‘‘রিজার্ভ ব্যাঙ্ক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক আর ডাক-ব্যবস্থার মাধ্যমে শীঘ্রই এই সমস্যা মিটিয়ে ফেলবে। আর তখন দেশের মানুষের গত ৭০ বছরের অভ্যাসটা একেবারেই বদলে যাবে।’’