অদিতি সিংহ। ফাইল চিত্র।
৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে কংগ্রেসের অস্বস্তি ক্রমশ বাড়ছে। গত কালের পর আজও কয়েক জন কংগ্রেস নেতা এবং জনপ্রতিনিধি মোদী সরকারের ওই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশের রায়বরেলী সদর কেন্দ্রের কংগ্রেস বিধায়ক অদিতি সিংহ।
কোনও রাখঢাক না করেই তিনি ওই সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ আখ্যা দিয়েছেন। সনিয়া গাঁধীর নির্বাচনী কেন্দ্রের অন্তর্গত দলীয় বিধায়কের এই বক্তব্যে স্বভাবতই বিড়ম্বনা বেড়েছে কংগ্রেসের।
মোদী সরকারের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের সিদ্ধান্ত সম্পর্কে রায়বরেলী সদরের কংগ্রেস বিধায়ক অদিতি আজ বলেন, ‘‘এতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। এর ফলে কাশ্মীর দেশের অন্য অংশের আরও কাছাকাছি আসবে। এটা একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এ নিয়ে রাজনীতি করা উচিত নয়। জাতীয় স্বার্থের কথা ভেবেই সকলের চলা উচিত।’’