আপ বিধায়ক দলবীর সিংহ। গ্রাফিক: শৌভিক দেবনাথ।
চেক বাউন্স মামলায় পঞ্জাবের আম আদমি পার্টি (আপ)-র বিধায়ক দলবীর সিংহ টংকে গ্রেফতারের নির্দেশ দিল স্থানীয় আদালত। আপ বিধায়ককে আগামী ১৭ ফেব্রুয়ারিতে আদালতে হাজির করানোর জন্য পুলিশকে নির্দেশও দিয়েছেন বিচারক। যদি ওই দিন বিধায়ককে আদালতে হাজির না করাতে পারেন ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক, তা হলে তাঁর বিরুদ্ধেও আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলেও জানানো হয়েছে।
আপ বিধায়কের বিরুদ্ধে একাধিক বার গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও কেন তাঁকে ধরা গেল না সেই বিষয়ে বিয়াস থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে ভর্ৎসনাও করেছে আদালত। চেক বাউন্স সংক্রান্ত মামলায় এই নিয়ে ষষ্ঠ বার গ্রেফতারি পরোয়ানা জারি হল আপ বিধায়কের বিরুদ্ধে। দলবীর সিংহ বাবা বাকালার বিধায়ক।
বিয়াস থানার ভারপ্রাপ্ত আধিকারিককে আদালতের ভর্ৎসনা করে বলেছে, পর পর পাঁচ বার পরোয়ানা জারি করার পরেও কেন তাঁকে গ্রেফতার করা হল না? আদালতের নির্দেশকে অমান্য করা হল কী ভাবে? দলবীর এক জন জনপ্রিতিনিধি বলেই কি তাঁর গ্রেফতারির বিষয়টি এড়ানো হয়েছে?
প্রসঙ্গত, বিধায়কের বিরুদ্ধে চেক বাউন্সের মামলাটি ২০২২ সালের। পুলিশ সূত্রে খবর, বিধায়ককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক। কিন্তু তার পরেও তিনি হাজির হননি। বার কয়েক গরহাজির থাকায় শেষমেশ দলবীরের বিরুদ্ধে ২০২৩ সালের মার্চে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। ১৫ মার্চের মধ্যে তাঁকে আদালতে হাজির করানোর নির্দেশ দেওয়া হয় বিয়াস থানার ভারপ্রাপ্ত আধিকারিককে। তার পরেও আদালতে আরও চার বার গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। কিন্তু প্রতি ক্ষেত্রেই পুলিশ আপ বিধায়ককে গ্রেফতার করে আদালতে হাজির করাতে ব্যর্থ হয়।