ফের নিয়ন্ত্রণরেখায় পাক সেনার গোলাগুলিতে নিহত এক ভারতীয় সেনা জওয়ান। আহত এক গ্রামবাসী। —ফাইল চিত্র
উপত্যকায় ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় গোলাগুলি ছুড়ল পাক সেনা। রাজৌরি ও পুঞ্চের বিভিন্ন সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর একাধিক জায়গায় সীমান্তের ওপার থেকে গোলা ছোড়া হয়েছে। তাতে এক জন সেনা জওয়ান নিহত হয়েছেন এবং এক স্থানীয় গ্রামবাসী আহত হয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে বেশ কয়েকটি বাড়িরও। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাত থেকে মেন্ধার সেক্টরে নিয়ন্ত্রণরেখার গ্রামগুলি লক্ষ্য করে একাধিক পোস্ট থেকে আচমকাই মর্টার শেল থেকে গোলাবর্ষণ শুরু করেন পাক সেনা জওয়ানরা। তারকুণ্ডি এলাকায় মোতায়েন এক সেনা জওয়ান তাতে গুরুতর আহত হন। তাঁকে রাজৌরিতে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।
পাক সেনার মর্টার শেলে আহত হয়েছেন রাজৌরির মাঞ্জাকোট এলাকার রাজধানী গ্রামের বাসিন্দা পেশায় পুলিশ কনস্টেবল নিয়ামতউল্লাহ। ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন তিনি। পরে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
আরও পড়ুন: আমার বিশ্বাস, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে: প্রধানমন্ত্রী
আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ ও মৃত্যু দেশে, আক্রান্ত ৯৯৯৬, মৃত ৩৫৭
সেনার জনসংযোগ আধিকারিক দেবেন্দ্র আনন্দ বলেছেন, নওসেরা সেক্টরে পাক সেনার উদ্দেশ্যপ্রণোদিত গোলাবর্ষণে বেশ কয়েকটি বাড়িঘরের ক্ষতি হয়েছে। নিয়ন্ত্রণরেখায় রাজৌরি জেলা এবং পরে পুঞ্চের বালাকোট সেক্টরে গোলা ছোড়া হয়েছে। যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাও।