Sexual harassment

অধস্তনের স্ত্রীকে ‘কুকথা, যৌন হেনস্থা’! অভিযোগ দায়ের ভারতীয় সেনার এক ব্রিগেডিয়ারের বিরুদ্ধে

অধস্তনের স্ত্রীকে যৌন হেনস্থার অভিযোগ অভিযোগ ভারতীয় সেনার এক ব্রিগেডিয়ারের বিরুদ্ধে। মেঘালয়ের রাজধানী শিলঙে এই অভিযোগের ভিত্তিতে ওই ব্রিগেডিয়ারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১২:২৯
Share:
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

অধস্তনের স্ত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ভারতীয় সেনার এক ব্রিগেডিয়ারের বিরুদ্ধে। মেঘালয়ের রাজধানী শিলঙে এই অভিযোগের ভিত্তিতে ওই ব্রিগেডিয়ারের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। যদিও এখনও অভিযুক্ত গ্রেফতার হননি। ভারতীয় সেনার তরফেও এ বিষয়ে সরকারি ভাবে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত সোমবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা। তাঁর স্বামী ভারতীয় সেনার কর্নেল পদমর্যাদার অফিসার। তিনি শিলঙে কর্মরত। অভিযোগকারিণীর অভিযোগ, ওই ব্রিগেডিয়ার বহু বার তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। কুকথা বলা, যৌন হেনস্থা, এমনকি হুমকিও দেওয়া হয়েছে তাঁকে। শেষ বার ঘটেছিল গত ৮ মার্চ, ভারতীয় সেনা অফিসারদের একটি অনুষ্ঠানে। মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, ওই ব্রিগেডিয়ার লাগাতার তাঁকে লক্ষ্য করে খারাপ ইঙ্গিত করে গিয়েছেন। মহিলা এড়িয়ে গেলেও তা বন্ধ হয়নি। কোনও রকম সাড়া না পেয়ে ব্রিগেডিয়ার পরে ওই মহিলার সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ।

অভিযোগকারিণী জানিয়েছেন, তাঁদের বাড়ির পাশেই ওই ব্রিগেডিয়ারের বাড়ি। অভিযুক্ত এক বার তাঁর হাত ধরেও টানাটানি করেছিলেন। দেখতে পেয়ে সেই সময় বাধা দিয়েছিলেন তাঁর স্বামী। এর পর থেকেই ব্রিগেডিয়ার তাঁকে প্রাণে মারার হুমকি দিতেন বলে অভিযোগ করেছেন মহিলা। ২০২৪ সালের ১৩ এপ্রিলও একই ঘটনা ঘটেছিল। স্বামীর সামনেই ব্রিগেডিয়ার তাঁর সঙ্গে জোরজবরদস্তি করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছেন অভিযোগকারিণী।

Advertisement

মহিলার বক্তব্য, ব্রিগেডিয়ারের আচরণে মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তিনি। আর সহ্য করতে না পেরেই তিনি এ বার পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ যৌন হেনস্থার মামলা রুজু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement