ভুয়ো সংঘর্ষের অভিযোগের বিরুদ্ধে পাল্টা আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ৩০০ জন সেনা। এমন ঘটনার নজির বিশেষ নেই বলেই জানাচ্ছেন আইনজীবীরা। আগামী ২০ অগস্ট এই আর্জির শুনানি হবে।
শীর্ষ আদালতের নির্দেশে মণিপুরে ভুয়ো সংঘর্ষের বেশ কয়েকটি মামলার তদন্ত করছে সিবিআই। এই তদন্ত নিয়ে গড়িমসির জন্য সম্প্রতি শীর্ষ আদালতের ভর্ৎসনাও শুনতে হয়েছে সিবিআইকে। বস্তুত এ দিনই অসমে ভুয়ো সংঘর্ষ নিয়ে একটি জনস্বার্থ মামলায় কেন্দ্র এবং অসম সরকারের জবাব জানতে চেয়েছে শীর্ষ আদালত। ওই মামলায় সিআরপিএফ, জাতীয় মানবাধিকার কমিশনকেও নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। ভুয়ো সংঘর্ষের অভিযোগ জানিয়েছেন সেনারা এক অফিসারও।
কিন্তু দেশের নানা প্রান্তে এই ধরনের ঘটনায় অভিযুক্ত ৩০০ জন সেনা তাঁদের পাল্টা আর্জিতে জানিয়েছেন, অশান্ত এলাকায় কাজ করার রক্ষাকবচ হিসেবে কাজ করে সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন বা ‘আফস্পা’। সেই আইন কার্যকর রয়েছে এমন এলাকায় কাজ করার সময়েও জওয়ানদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এতে সেনা ও আধাসেনার মনোবল ভেঙে যেতে পারে।