এ বার থেকে হিন্দিতেও পাসপোর্টের আবেদন করা যাবে। বিদেশ মন্ত্রকের এক নির্দেশে জানানো হয়েছে, ইংরেজির পাশাপাশি হিন্দি ভাষায় পাশপোর্টের ফর্ম পূরণ করতে পারবেন আবেদনকারী।
সরকারি ভাষা নিয়ে গঠিত এক সংসদীয় কমিটি গত ২০১১-তে এক রিপোর্ট পেশ করেছিল। সেই রিপোর্টে হিন্দি ভাষার প্রসারে বেশ কিছু সুপারিশ করা হয়েছিল। যার মধ্যে রাষ্ট্রপতি ও মন্ত্রীদের হিন্দিতে ভাষণ-সহ একাধিক সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে হিন্দিতে পাসপোর্টের আবেদনের বিষয়টিও রয়েছে। সম্প্রতি এতে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
আরও পড়ুন
৯ বছরের মেয়েকে রড দিয়ে মার গো-রক্ষকদের!
বিদেশ মন্ত্রক সূত্রের খবর, এ বার থেকে পাসপোর্টের আবেদনের জন্য অনলাইনে হিন্দিতে ফর্ম মিলবে। সেই ফর্ম ডাউনলোড করে তা হিন্দিতে পূরণ করা যাবে। এর পর তা ফের আপলোড করতে হবে। তবে অনলাইনে ডাইনলোড করা ফর্ম পূরণ করে তার প্রিন্টআউট পাসপোর্ট সেবাকেন্দ্র বা রিজিওনাল পাসপোর্ট অফিসে জমা দিলে তা গৃহীত হবে না।
সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী, পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য বিদেশ মন্ত্রকের ওয়েবসাইটে হিন্দি ভাষাতেও রাখতে হবে।