ফাইল চিত্র।
ফের জম্মু ও কাশ্মীরে সেনা-জঙ্গি গুলির লড়াই। জঙ্গিদের ছোড়া গুলিতে মৃত্যু হয়েছে এক সেনা জওয়ানের। বাহিনীর পাল্টা গুলিতে খতম হয়েছে এক জঙ্গিও। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর কাশ্মীরের বান্দিপোরা এলাকায়।
সেনা সূত্রে খবর, জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে এ দিন সকালে বান্দিপোরার মির মহল্লা গ্রামের হাজিন এলাকায় অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তল্লাশি অভিযানের সময় সেনাকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাতেই মৃত্যু হয় এক জওয়ানের।
আরও পড়ুন: মন্ত্রীর কনভয়ের ধাক্কায় মৃত্যু শিশুর, তদন্তের নির্দেশ যোগীর
সূত্রের দাবি, গুলির লড়াইয়ে এক লস্কর জঙ্গিকেও খতম করা হয়েছে। মৃত জঙ্গির নাম আলি ভাই। সে পাকিস্তানের নাগরিক। সেনা সূত্রে দাবি, অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথরও ছোড়ে স্থানীয়রা। এ দিন সংঘর্ষ থেমে যাওয়ার পরও গোটা এলাকা ঘিরে রাখে সেনাবাহিনী। চলে ব্যাপক তল্লাশি অভিযান।