দেশ এখন বাহুবলী জ্বরে কাবু। মুক্তির আগে যে জ্বরের পারদ বাড়ছিল চড়চড় করে, মু্ক্তির এক সপ্তাহ পরেও মুখে মুখে শুধু দুটো নামই ঘুরছে। কাট্টাপ্পা আর বাহুবলী। বাজার ছেয়ে গিয়েছে বাহুবলী শাড়িতে, সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে হ্যাশট্যাগে। এমনতর অবস্থায় কি আর আমুল হাত গুটিয়ে বসে থাকতে পারে!
দেশের যে কোনও জনপ্রিয়, সংবেদশীল, বিতর্কিত বিষয় নিয়ে আমুলের অ্যাড ক্যাম্পেন মুগ্ধ করেছে আমাদের। এ বারও তার ব্যতিক্রম হয়নি। আমুলের নতুন অ্যা়ড ক্যাম্পেন, বাহো সে বেলি তক আবারও মুগ্ধ করল।
বক্স অফিস বলছে, এর মধ্যেই ঝুলিতে এসেছে ৬০০ কোটি। ইতিহাস লেখা হয়ে গিয়েছে। ১০০০ কোটি ছোঁয়া বোধহয় জাস্ট সময়ের অপেক্ষা।
আরও পড়ুন: বাহুবলী-র শুটিং চলাকালীন কপর্দকশূন্য হয়ে গিয়েছিলেন প্রভাস!
গত ২৮ এপ্রিল সারা দেশজুড়ে মুক্তি পেয়েছে বাহুবলী: দ্য কনক্লুসন।