অমিত শাহ। —ফাইল চিত্র।
দীর্ঘ কয়েক মাস ধরেই প্রতিবেশী বাংলাদেশে পরিস্থিতি অশান্ত। এই অবস্থায় আজ ভুবনেশ্বরে ৫৯তম ডিজি সম্মেলনে পূর্ব ভারতের সীমান্তে নিরাপত্তাবিষয়ক চ্যালেঞ্জগুলি দক্ষ হাতে মোকাবিলার উপরে জোর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জোর দেওয়া হয়েছে অভিবাসন নীতি ও অনুপ্রবেশ রোখার উপরেও।
বাংলাদেশে গত কয়েক মাসের অশান্তির আবহে বেড়েছে রাজনৈতিক অস্থিরতা। এর ফলে দেশের পূর্ব সীমান্তে ভারত-বিরোধী জঙ্গি তৎপরতা বাড়ার সম্ভাবনা রয়েছে। অতীতে শেখ হাসিনা শাসনে বাংলাদেশ প্রশাসন সে দেশের জমিতে জঙ্গি নিয়ন্ত্রণে যতটা তৎপর ছিল, ক্ষমতা পরিবর্তনের পরে তাতে ঘাটতি দেখা দিয়েছে বলেই মনে করছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। পাশাপাশি ক্রমশ ভারত-বিরোধী মনোভাব চাড়া দিচ্ছে বাংলাদেশে। সব মিলিয়ে আগামী দিনে তাই পূর্ব সীমান্ত দিয়ে জঙ্গি তৎপরতা বৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। সেই কারণে আজ ডিজি সম্মেলনে পূর্ব ভারতে বাংলাদেশের সঙ্গে বিস্তীর্ণ সীমান্তকে আরও বেশি করে নিশ্ছিদ্র করার উপরে জোর দেন অমিত শাহ। রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে বড় সংখ্যায় অনুপ্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা। অনুপ্রবেশ রোখার পাশাপাশি কড়া ভাবে অভিবাসন নীতি মেনে চলার পক্ষেও আজ সওয়াল করেন শাহ। পাশাপাশি দ্রুত নগরোন্নয়নের ফলে শহুরে পুলিশব্যবস্থাকে ঢেলে সাজানোর পক্ষে সওয়াল করেন তিনি। আজ থেকে শুরু হওয়া ওই সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। আগামিকাল ওই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি টুইট করে বলেন, ‘‘ডিজি সম্মেলনে যোগ দিতে আগামী দু’দিন আমি ভুবনেশ্বরে থাকব। ...বৈঠকে অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনসুরক্ষা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা হবে।’’